ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২

ইতিহাসের বাঁকে বারবার ভুলের ছাপ জামায়াতের : রুমিন ফারহানা

২০২৫ সেপ্টেম্বর ২৬ ১৭:০৫:৩৬

ইতিহাসের বাঁকে বারবার ভুলের ছাপ জামায়াতের : রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক : ইতিহাসের বিভিন্ন সময়ে রাজনৈতিক ভুলের মূল দায় জামায়াতে ইসলামীকেই দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, ১৯৮৬ সালে শেখ হাসিনা যখন স্বৈরাচারকে বৈধতা দিতে নির্বাচনে অংশ নিয়েছিলেন, তখন জামায়াতও ওই নির্বাচনে অংশ নিয়েছিল। পরবর্তীকালে ১৯৯৪-১৯৯৬ সাল পর্যন্ত জামায়াত আওয়ামী লীগের সঙ্গে মিলিত হয়ে বিএনপি সরকারের ওপর চাপ সৃষ্টি করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করতে বাধ্য করেছিল।

তিনি আরও বলেন, জামায়াতের নেতৃত্ব যা নির্দেশ দেয়, তা গ্রামের সর্বনিম্ন স্তরের কর্মী পর্যন্ত মেনে চলে। তাই সর্বোচ্চ নেতৃত্বের আহ্বান ‘আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম’ গত এক বছরে তাদের নেতাকর্মীরা যথাযথভাবে পালন করেছেন। এক্ষেত্রে অনেক সময় বক্তৃতার শেষে হঠাৎ করে ‘জয় বাংলা’ বলতে ফসকানো ঘটনাও ঘটে।

ছাত্রদল ও ছাত্রশিবির প্রসঙ্গে তিনি বলেন, গত ১৫ বছরে ছাত্রদল ক্যাম্পাসে কার্যক্রম চালাতে পারেনি, কিন্তু শিবিরের নেতাকর্মীরা ছাত্রলীগের মধ্যে একীভূত হয়ে রাজনীতি চালাতে পেরেছে। এতে তারা ডাকসু ও জাকসু নির্বাচনে সাফল্য অর্জন করেছে, যা শিবিরের রাজনৈতিক কৌশলের সুফল হিসেবে দেখা যাচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত