ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
শাটডাউনে অচল রাবি, ফাঁকা হচ্ছে ক্যাম্পাস
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা ইস্যু ও শিক্ষক লাঞ্ছনার ঘটনার জেরে ক্যাম্পাসে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। এর প্রভাব পড়েছে শিক্ষার্থীদের ওপরও—এক এক করে ক্যাম্পাস ছেড়ে বাড়ি ফিরছেন তারা।
সম্প্রতি নির্বাচন কমিশন পূজার ছুটি শেষে ১৬ অক্টোবর রাকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করে। তবে নির্বাচনের সময় পেছানোয় হতাশ হয়ে পড়েছেন প্রার্থীরা, একইসঙ্গে শিক্ষার্থীরাও ক্যাম্পাস ছাড়ছেন। ফলে একেবারেই ফাঁকা হয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।
সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট, প্যারিস রোড, টুকটাকি চত্বরে শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম। কাজলা গেট ও বিনোদপুর গেটে বাসের জন্য কিছু শিক্ষার্থী অপেক্ষা করলেও সামগ্রিকভাবে পুরো ক্যাম্পাস নির্জন। বন্ধ রয়েছে খাবারের দোকান, আর খোলা দোকানেও নেই আগের ভিড়।
ইতিহাস বিভাগের শিক্ষার্থী নাজমুল বলেন, “ক্লাস-পরীক্ষা হচ্ছে না। ভেবেছিলাম রাকসুতে ভোট দিয়ে যাবো, কিন্তু নির্বাচনও পিছিয়ে গেল। তাই আর থাকার মানে দেখি না।” রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরিফুলের ভাষায়, “মেস প্রায় খালি হয়ে গেছে। বন্ধুরা সবাই চলে যাচ্ছে, আমিও ফিরছি।”
অন্যদিকে দোকানদার সুরজ আলী জানান, ক্যাম্পাস খোলা থাকলেও ব্যবসা নেই, শিক্ষার্থীরাও নেই।
প্রসঙ্গত, গত রোববার জরুরি সিন্ডিকেট মিটিংয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন পোষ্য কোটা স্থগিতের সিদ্ধান্ত নেয় এবং শিক্ষক লাঞ্ছনার ঘটনায় তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করে। কিন্তু শিক্ষক ও কর্মচারীরা এ সিদ্ধান্ত প্রত্যাহার এবং লাঞ্ছনার ঘটনায় বিচারের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন।
উদ্ভূত পরিস্থিতিতে সোমবার রাতে নির্বাচন কমিশনের বৈঠকে রাকসু নির্বাচন ২০ দিন পিছিয়ে ১৬ অক্টোবর নির্ধারণ করা হয়। কমিশনের ভাষায়, “বর্তমান পরিস্থিতিতে নির্বাচন আয়োজন সম্ভব নয়।”
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-নেপালের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম নেপালের ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: বিপদে ভারত-দেখুন স্কোর
- মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল: লাইভ দেখার উপায়-সময়সূচি
- আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল-সেনেগাল: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম সেনেগাল: ৯০ মিনিটের ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা: কবে, কখন, কোথায় ম্যাচ-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম নেপাল: কবে, কখন-যেভাবে দেখবেন সরাসরি-জানুন সময়সূচি
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম সেনেগালের ম্যাচ: কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- কিছুক্ষণ পর আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম সেনেগালের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)