ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২
শাটডাউনে অচল রাবি, ফাঁকা হচ্ছে ক্যাম্পাস
.jpg)
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা ইস্যু ও শিক্ষক লাঞ্ছনার ঘটনার জেরে ক্যাম্পাসে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। এর প্রভাব পড়েছে শিক্ষার্থীদের ওপরও—এক এক করে ক্যাম্পাস ছেড়ে বাড়ি ফিরছেন তারা।
সম্প্রতি নির্বাচন কমিশন পূজার ছুটি শেষে ১৬ অক্টোবর রাকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করে। তবে নির্বাচনের সময় পেছানোয় হতাশ হয়ে পড়েছেন প্রার্থীরা, একইসঙ্গে শিক্ষার্থীরাও ক্যাম্পাস ছাড়ছেন। ফলে একেবারেই ফাঁকা হয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।
সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট, প্যারিস রোড, টুকটাকি চত্বরে শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম। কাজলা গেট ও বিনোদপুর গেটে বাসের জন্য কিছু শিক্ষার্থী অপেক্ষা করলেও সামগ্রিকভাবে পুরো ক্যাম্পাস নির্জন। বন্ধ রয়েছে খাবারের দোকান, আর খোলা দোকানেও নেই আগের ভিড়।
ইতিহাস বিভাগের শিক্ষার্থী নাজমুল বলেন, “ক্লাস-পরীক্ষা হচ্ছে না। ভেবেছিলাম রাকসুতে ভোট দিয়ে যাবো, কিন্তু নির্বাচনও পিছিয়ে গেল। তাই আর থাকার মানে দেখি না।” রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরিফুলের ভাষায়, “মেস প্রায় খালি হয়ে গেছে। বন্ধুরা সবাই চলে যাচ্ছে, আমিও ফিরছি।”
অন্যদিকে দোকানদার সুরজ আলী জানান, ক্যাম্পাস খোলা থাকলেও ব্যবসা নেই, শিক্ষার্থীরাও নেই।
প্রসঙ্গত, গত রোববার জরুরি সিন্ডিকেট মিটিংয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন পোষ্য কোটা স্থগিতের সিদ্ধান্ত নেয় এবং শিক্ষক লাঞ্ছনার ঘটনায় তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করে। কিন্তু শিক্ষক ও কর্মচারীরা এ সিদ্ধান্ত প্রত্যাহার এবং লাঞ্ছনার ঘটনায় বিচারের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন।
উদ্ভূত পরিস্থিতিতে সোমবার রাতে নির্বাচন কমিশনের বৈঠকে রাকসু নির্বাচন ২০ দিন পিছিয়ে ১৬ অক্টোবর নির্ধারণ করা হয়। কমিশনের ভাষায়, “বর্তমান পরিস্থিতিতে নির্বাচন আয়োজন সম্ভব নয়।”
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এশিয়া কাপ: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, সরাসরি দেখবেন যেভাবে
- উৎপাদন বন্ধ ৩০ কোম্পানির তালিকা প্রকাশ করেছে ডিএসই
- তালিকাচ্যুত হচ্ছে পাঁচ ব্যাংক, বলির পাঠা শেয়ারবাজারের বিনিয়োগকারীরা!
- শেয়ারবাজারের ১২ কোম্পানির ২ হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ
- সিটি ব্যাংক পোর্টফোলিও ম্যানেজারের শেয়ার জালিয়াতি, তদন্তে বিএসইসি
- শেয়ারবাজারে হঠাৎ দরপতন, নেপথ্যে এনবিআরের চিঠি
- যেভাবে পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে
- এনবিআর-এর ক্যাশ গেইন প্রতিক্রিয়া অতিরঞ্জিত: আনিসুজ্জামান চৌধুরী
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ৬ কোম্পানিতে
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- ২৪ সেপ্টেম্বর ডুয়া’র প্রতিষ্ঠাবার্ষিকী, থাকবে নানা আয়োজন
- বিনিয়োগকারীদের সচেতন করতে টিভি স্ক্রলে বিশেষ বার্তা
- ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানাল তিন কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর নতুন আবেদন
- থেমে গেল বড় বিনিয়োগকারীদের মুনাফার তথ্য তদারকি