ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২
প্রবৃদ্ধি ধরে রাখতে বেসরকারি খাতের নেতৃত্ব জরুরি: অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বাংলাদেশের বেসরকারি খাতকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পর বৈশ্বিক প্রতিযোগিতামূলক পরিবেশের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে সালেহউদ্দিন আহমেদ বলেন, "এখন এলডিসি উত্তরণ নিয়ে আলোচনা চলছে। আমি বিস্তারিত কিছু বলছি না, তবে ব্যবসায়ীদের বলব-আপনারা নিজেদের প্রস্তুত করুন। তারিখ নিয়ে এখনই সিদ্ধান্ত হবে না, কিন্তু প্রতিযোগিতামূলক হতে হবে। বৈশ্বিক পরিস্থিতি এবং স্থানীয় বাজারের দিকে নজর দিতে হবে।" তিনি আরও জানান যে, সরকার অবশ্যই নীতিগত সংস্কার, প্রক্রিয়া সহজীকরণ এবং প্রাথমিক সহায়তার মাধ্যমে ব্যবসাকে এগিয়ে নিতে কাজ করবে।
অর্থ উপদেষ্টা জোর দিয়ে বলেন, প্রবৃদ্ধি ধরে রাখতে কেবল সরকারের ওপর নির্ভর করা যাবে না; কর্মসংস্থান সৃষ্টি ও বৈশ্বিক প্রসারে নেতৃত্ব নিতে হবে বেসরকারি খাতকেই। তিনি বাংলাদেশের ব্যবসায়িক খাতের বৈশ্বিক বিস্তৃতি ও উদ্যমের প্রশংসা করে বলেন, "পারফরম্যান্স সত্যিই ভালো। এটি এখন কেবল স্থানীয় ব্যবসা নয়- এটি বৈশ্বিক ব্যবসায় রূপ নিচ্ছে। আমাদের পণ্য ও সেবা বিভিন্ন দেশে পৌঁছে যাচ্ছে।" ফিজি দ্বীপপুঞ্জের একটি দোকানে প্রাণ চানাচুর দেখার অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বাংলাদেশি উদ্যোক্তাদের কৃতিত্বের প্রশংসা করেন।
কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই গভর্নর আরও বলেন, সরকার কেবল কিছু নির্দিষ্ট খাতে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। প্রকৃত কর্মসংস্থান সৃষ্টি হবে বেসরকারি খাতের বিকাশের মাধ্যমে। তিনি জানান, মার্কিন চেম্বার অব কমার্সের সহ-সভাপতি বাংলাদেশের ব্যবসায়ীদের নিয়ে খুশি। বকেয়া পরিশোধের মাধ্যমে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভালো ভাবমূর্তি তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আর্থিক চাপের মধ্যেও ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখার ওপর জোর দিয়ে অর্থ উপদেষ্টা বলেন, "অনেকেই আমাকে বলেন: কর বাড়ান, কর কমান, নগদ সহায়তা দিন। কিন্তু সব কিছু একসঙ্গে করলে আমাদের মতো সীমিত সম্পদের দেশে সমস্যা হবে। তবে ব্যবসাবান্ধব থাকতে হবে।" ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এলে যেন সংস্কারের পথে বাধা সৃষ্টি না করে, সে বিষয়েও তিনি সতর্ক করেন এবং একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, "আমরা একমত যে কর্মসংস্থান তৈরি করবে বেসরকারি খাত। সরকার কেবল সীমিত কিছু ক্ষেত্রে চাকরি দিতে পারে। গত ১১–১২ মাসে কর্মসংস্থানের তেমন উন্নতি হয়নি, ব্যবসাও দ্রুত বাড়েনি। ফলে কর্মসংস্থান কিছুটা স্থবির থেকেছে। আন্তর্জাতিক পরিস্থিতিও প্রভাব ফেলেছে।"
অনুষ্ঠানে দেশের ব্যবসা বাণিজ্যে অসামান্য অবদান রাখায় ‘বিজনেস পারসন অব দ্য ইয়ার ২০২৪’ পুরস্কার পেয়েছেন শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএলের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী। তিনি ছাড়াও দেশের ৫ ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। আন্তর্জাতিক লজিস্টিক প্রতিষ্ঠান ডিএইচএল ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার যৌথভাবে ‘বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০২৪’ প্রদান করে।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ছাড়াও বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ও ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. মিয়ারুল হক উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কবে? জানানো হলো নতুন তারিখ
- জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)
- আবু ধাবি নাইট রাইডার্স বনাম শারজাহ ওয়ারিয়র্জ: বোলিংয়ে তাসকিন-দেখুন সরাসরি (LIVE)
- ভারত-পাকিস্তানের জমজমাট ফাইনাল ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা নিয়ে যা বলছে ঢাবির কর্তৃপক্ষ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ ডিসেম্বর)
- এবার প্রকাশ্যে এনসিপি নেতা মোতালেব গুলিবিদ্ধ
- শারজাহ ওয়ারিয়র্স বনাম দুবাই ক্যাপিটালস: ব্যাটিংয়ে মুস্তাফিজরা-সরাসরি দেখুন
- প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় থাকছে বুয়েটের প্রযুক্তি
- চবির ‘এ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড শুরু আজ
- ব্লুমবার্গের তালিকায় বাংলাদেশের শেয়ারবাজার কোম্পানির বড় লাফ
- বোনাস অনুমোদনে দ্বিমুখী নীতি, প্রশ্নের মুখে বিএসইসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশ-ফলাফল দেখবেন যেভাবে