ঢাকা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

শেয়ারবাজারে বেপরোয়া মার্জিন ঋণ: বড় সংকটে মার্চেন্ট ব্যাংক

২০২৫ সেপ্টেম্বর ২৩ ১২:৩১:১২

শেয়ারবাজারে বেপরোয়া মার্জিন ঋণ: বড় সংকটে মার্চেন্ট ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে নেগেটিভ ইক্যুইটি দীর্ঘদিন ধরেই বড় এক সংকট হিসেবে বিরাজ করছে। এর মূল কারণ হিসেবে উঠে এসেছে কিছু প্রতিষ্ঠানের অব্যবস্থাপনা ও আইনবহির্ভূত কর্মকাণ্ড। বিশেষত জিএসপি ইনভেস্টমেন্টের মতো প্রতিষ্ঠানগুলো সঠিক মূল্যায়ন ও ঝুঁকি বিশ্লেষণ ছাড়াই নির্বিচারে মার্জিন ঋণ বিতরণ করেছে। এর ফলে বিনিয়োগকারীরা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন, তেমনি প্রতিষ্ঠানগুলোও গভীর আর্থিক সঙ্কটে পড়েছে। বর্তমানে এই জটিল অবস্থা থেকে উত্তরণের পথ প্রায় অদৃশ্য হয়ে গেছে।

জিএসপি ফাইন্যান্সের অধীনস্থ প্রতিষ্ঠান জিএসপি ইনভেস্টমেন্ট একটি মার্চেন্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি এত বিপুল পরিমাণে নিয়ম বহির্ভূত মার্জিন ঋণ দিয়েছে যে, এখন তা পুনরুদ্ধারের পথ প্রায় বন্ধ। কারণ ঋণগ্রহীতা বিনিয়োগকারীদের হাতে থাকা সিকিউরিটিজের দাম ইতোমধ্যেই তলানিতে নেমে এসেছে।

নিরীক্ষকের প্রতিবেদনে দেখা যায়, জিএসপি ইনভেস্টমেন্ট ২৫৪টি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবের বিপরীতে মোট ৩৮৬ কোটি ১৯ লাখ টাকা মার্জিন ঋণ দিয়েছে। বর্তমানে এসব বিও অ্যাকাউন্ট পুরোপুরি নেগেটিভ ইক্যুইটিতে পরিণত হয়েছে। অথচ এই বিপুল ঋণের বিপরীতে হাতে থাকা সিকিউরিটিজের বাজারমূল্য নেমে এসেছে মাত্র ২৩ কোটি ৪৮ লাখ টাকায়।

এ অবস্থায় প্রতিষ্ঠানের উচিত ছিল ৩৬২ কোটি ৭১ লাখ টাকা সঞ্চিতি গঠন করা। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ রেখেছে মাত্র ৬০ কোটি ১ লাখ টাকা। অর্থাৎ প্রায় ৩০২ কোটি ৭০ লাখ টাকা কম সঞ্চিতি রেখে কাগজে-কলমে লোকসান কম এবং ইক্যুইটি বেশি দেখানো হয়েছে।

অন্যদিকে, নিরীক্ষক কোম্পানির আর্থিক বিবরণীতে আরও অনিয়ম খুঁজে পেয়েছেন। দেখা গেছে, দীর্ঘদিন ধরে গ্রাহকদের কাছে ২৬ লাখ টাকা পাওনা দেখানো হচ্ছে, যা আদায়যোগ্য নয়। তবুও ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আর্থিক বিবরণীতে এটিকে সম্পদ হিসেবে প্রদর্শন করা হয়েছে।

এছাড়া, ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) নির্দেশনাও মানেনি প্রতিষ্ঠানটি। নিয়ম অনুযায়ী, শেয়ার মানি ডিপোজিট ছয় মাসের মধ্যে সাধারণ শেয়ারে রূপান্তর করতে হয়। কিন্তু জিএসপি ইনভেস্টমেন্টে ২৫ কোটি টাকা শেয়ার মানি ডিপোজিট ছয় মাসের বেশি সময় ধরে পড়ে থাকলেও এখনো তা শেয়ারে রূপান্তর করা হয়নি।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত