ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২
নির্বাচন ও গণভোট সুষ্ঠু করতে ইসিকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে (ইসি) সর্বাত্মক সহযোগিতা করার নির্দেশ দিয়েছে সরকার।
সোমবার (১৫ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে সব সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠানকে এই নির্দেশনা দেওয়া হয়।
পরিপত্রে উল্লেখ করা হয়, নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং বা পোলিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। বিশেষ করে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষককে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভবন ভোটকেন্দ্র হিসেবে এবং আসবাবপত্র নির্বাচনী কাজে ব্যবহার করা হবে।
নির্দেশনায় বলা হয়, নির্বাচনী কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ অনুযায়ী, নির্বাচনের কাজে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা-কর্মচারী নিয়োগের তারিখ থেকে দায়িত্ব শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের অধীনে প্রেষণে কর্মরত বলে গণ্য হবেন। এ সময় তারা রিটার্নিং কর্মকর্তার যেকোনো আইনানুগ নির্দেশ মানতে বাধ্য থাকবেন।
সংবিধানের ১২৬ অনুচ্ছেদ ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ অনুযায়ী, নির্বাচন কমিশনকে সহায়তা করা সবার সাংবিধানিক দায়িত্ব। এছাড়া আরপিও-এর ৪৪৩ অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে ফলাফল ঘোষণার পরবর্তী ১৫ দিন পর্যন্ত ইসির অনুমতি ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের বদলি বা ছুটি প্রদান করা যাবে না বলেও পরিপত্রে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় ও বিভাগগুলোকে তাদের অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিতে বলা হয়েছে। একইসঙ্গে নির্বাচনের কাজে জড়িতদের যাতে কোনোভাবেই বদলি বা এমন কোনো দায়িত্ব দেওয়া না হয় যা নির্বাচনী কাজকে ব্যাহত করে, সে বিষয়ে সতর্ক করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: ২ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ-দেখে নিন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ১ম টি-20: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- আগামীকাল ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ: কখন, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো
- অনলাইনে যেভাবে দেখবেন ২০২৫-২৬ মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল-দেখুন সরাসরি
- সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি লটারি চলছে, সরাসরি (LIVE) দেখুন
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি