ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২
রাকসু নির্বাচন ঘিরে মুখোমুখি ছাত্রদল-শিবির: ক্যাম্পাসে উত্তেজনা
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল এবং ছাত্রশিবির মুখোমুখি অবস্থান নিয়েছে। ছাত্রশিবির পূর্বঘোষিত তারিখ ২৫ সেপ্টেম্বরই নির্বাচন অনুষ্ঠানের পক্ষে অনড় থাকলেও, ছাত্রদল এটিকে 'প্রহসনের নির্বাচন' আখ্যা দিয়ে পূজার ছুটির পর নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছে।
সোমবার বিকেল থেকেই দু'পক্ষ রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে। সন্ধ্যার পর একপক্ষ '২৫ সেপ্টেম্বরেই নির্বাচন চাই' স্লোগান দিচ্ছে, অন্যদিকে অন্যপক্ষ 'প্রহসনের নির্বাচন মানি না, মানব না' বলে স্লোগান দিচ্ছে, যা ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি করেছে।
ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ২৫ সেপ্টেম্বরই নির্বাচন অনুষ্ঠানের পক্ষে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন। তার মতে, দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন হচ্ছে এবং যথাসময়ে নির্বাচন না হলে এর আমেজ নষ্ট হবে। তিনি প্রশাসনকে ২৫ তারিখেই নির্বাচন নিশ্চিত করার জন্য 'বোল্ড স্টেটমেন্ট' দেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে পারে।
তবে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর জানিয়েছেন যে, পূজার ছুটি ও 'কমপ্লিট শাটডাউন'-এর কারণে অনেক শিক্ষার্থী ইতোমধ্যে বাড়ি চলে যাওয়ায় ভোটার উপস্থিতি কমে গেছে। সর্বোচ্চ ভোটার অংশগ্রহণ নিশ্চিত করতে তিনি পূজার ছুটির পর নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন।
এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন আলোচনায় বসেছে। বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক ড. জে এ এম সকলউর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কামাল উদ্দিন এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন যে, আসন্ন রাকসু নির্বাচনে তারা সর্বাত্মক সহযোগিতা করবেন এবং পুরো শিক্ষক কমিউনিটি এই নির্বাচনে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে