ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

পোষ্যকোটা বাতিলের দাবিতে ঢাবি উপাচার্যকে স্মারকলিপি

২০২৫ সেপ্টেম্বর ২২ ১৯:৩৩:৩২

পোষ্যকোটা বাতিলের দাবিতে ঢাবি উপাচার্যকে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় পোষ্যকোটা বাতিলের দাবিতে সরব হয়েছেন শিক্ষার্থীরা।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এই কোটা বাতিলের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দিয়েছে একদল শিক্ষার্থী।

স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই মাসে শুরু হওয়া গণঅভ্যুত্থান মূলত শিক্ষা ও চাকরির ক্ষেত্রে অবিচারপূর্ণ কোটাব্যবস্থার বিরুদ্ধে ছিল। সেই আন্দোলনে অসংখ্য শিক্ষার্থী প্রাণ দিয়েছে, আহত হয়েছে। আন্দোলনের মূল দাবি ছিল শিক্ষা ও চাকরিতে শতভাগ মেধাভিত্তিক সুযোগ নিশ্চিত করা।

এতে আরও বলা হয়, তবে দুঃখজনকভাবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তিতে আবারও শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং তাদের স্বামী-স্ত্রীর সন্তানদের জন্য পোষ্যকোটা রাখা হয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। তাদের ভাষায়, এসব কোটা সম্পূর্ণ অযৌক্তিক, বৈষম্যমূলক এবং জুলাই গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্যের পরিপন্থী। শিক্ষার্থীরা দাবি করেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া শতভাগ মেধাভিত্তিক করতে হবে এবং শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাদের স্বজনদের জন্য চালু করা সব ধরনের পোষ্যকোটা অবিলম্বে বাতিল করতে হবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ