ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২
চাকসুতে ২৪ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী
নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রাথমিক প্রার্থীতা তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত তালিকা অনুযায়ী, হল সংসদ নির্বাচনে বিভিন্ন হলে প্রার্থী না থাকায় ২৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন, যাদের মধ্যে ২১ জন নারী।
চাকসু কেন্দ্রীয় সংসদের প্রার্থিতা যাচাই-বাছাইয়ে দুজন সহ-সভাপতি (ভিপি), একজন সাধারণ সম্পাদক (জিএস)সহ মোট ১৯ জন প্রার্থী বাদ পড়েছেন। বিষয়টি সোমবার (২২ সেপ্টেম্বর) নিশ্চিত করেছেন চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী।
তালিকায় দেখা গেছে, শাহজালাল হলে রিডিং রুম, ডাইনিং ও হল লাইব্রেরী সম্পাদক পদে মোহাম্মদ তানভীর হাসান প্রান্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করছেন। মেয়েদের হলের মধ্যে বিজয় ২৪ হলে একজন, নবাব ফয়জুন্নেসা হলে ১১, প্রীতিলতা হলে ২ ও শামসুন্নাহার হলে ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। উল্লেখযোগ্যভাবে বিজয় ২৪ হলে খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে অন্তরা সাহা এবং নবাব ফয়জুন্নেসা, প্রীতিলতা ও শামসুন্নাহার হলে বিভিন্ন পদে নারী প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।
শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল থেকেও দুজন প্রার্থী নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।
প্রাথমিক বাছাইয়ে বাদ পড়া ১৯ প্রার্থী বিভিন্ন কারণে প্রার্থিতা বাতিল হয়েছেন। এ বিষয়ে অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী বলেন, “এটি চূড়ান্ত নয়, বাদ পড়া প্রার্থীরা আবার আবেদন করতে পারবেন। আবেদন রিভিউ করার পর গ্রহণ করা হবে।” বাদ পড়া প্রার্থীদের মধ্যে খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক, দপ্তর ও সহ-দপ্তর সম্পাদক, সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক, যোগাযোগ ও আবাসন সম্পাদক, আইন ও মানবাধিকার সম্পাদক, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক এবং নির্বাহী সদস্য পদে প্রার্থীরা রয়েছেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী ২৩ সেপ্টেম্বর, প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর। চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। ভোটগ্রহণ আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- সিলেট বনাম চট্টগ্রামের খেলা চলছে: ম্যাচটি সরাসরি দেখুন( LIVE)
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
- নোয়াখালী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ: দেখে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার
- শেয়ারবাজারে নতুন নামে আসছে তালিকাভুক্ত কোম্পানি