ঢাকা, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

উৎসবমুখর দুর্গাপূজা নিশ্চিতে স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাস

২০২৫ সেপ্টেম্বর ২২ ১৫:২৪:১০

উৎসবমুখর দুর্গাপূজা নিশ্চিতে স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাস

নিজস্ব প্রতিবেদক: এ বছর দুর্গাপূজার আনন্দময় ও নিরাপদ উদযাপন নিশ্চিত করতে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “এবারের দুর্গা পূজা উৎসবমুখর পরিবেশে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। সারা দেশে ৩৩ হাজার পূজামণ্ডপের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। তাই কোথাও নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা নেই।”

উপদেষ্টা আরও বলেন, দেশের সব পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করে প্রতিমা নির্মাণের প্রথম দিন থেকেই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি পূজামণ্ডপ সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হবে।

তিনি জানান, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে আনসার, পুলিশ, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী এবং আয়োজনকারী কমিটির নিজস্ব ভলান্টিয়াররা প্রতিটি পূজামণ্ডপে দায়িত্ব পালন করবেন। এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে ৮০ হাজার ভলান্টিয়ারও নিয়োজিত থাকবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পূজারি ও দর্শনার্থীরা নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারবে, এজন্য মণ্ডপ ঘিরে জনসমাগম সীমিত রাখা হবে। পূজামণ্ডপের আশপাশে কোন মেলা বসতে পারবে না, তবে কিছু দোকান থাকবে, যা আইনশৃঙ্খলা বাহিনী ও কমিটির সঙ্গে সমন্বয় করে পরিচালিত হবে।

উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হোসেন, র‍্যাব-১১ ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, বিজিবি ৬২ ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দিন চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকত কুমার দে, সাধারণ সম্পাদক শিখন চন্দ্র শিপন, শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথনন্দ এবং অন্যান্য পূজা কমিটির নেতারা।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত