ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২

ঢাবি-জাবি হারের পর ছাত্রদল সংগঠন পুনর্গঠনের পথে

২০২৫ সেপ্টেম্বর ২১ ১৯:৫১:১২

ঢাবি-জাবি হারের পর ছাত্রদল সংগঠন পুনর্গঠনের পথে

নিজস্ব প্রতিনিধি :ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে হারের পর জাতীয়তাবাদী ছাত্রদল সংগঠন গোছানোর দিকে মনোযোগ দিচ্ছে। প্রাথমিকভাবে রাজশাহী, চট্টগ্রাম এবং শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ভালো করার দিকে দৃষ্টি রয়েছে। দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরাজয়ের কারণ বিশ্লেষণ করে দুর্বলতা দূর করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

সংগঠন সারাদেশের জেলা ও উপজেলায় সাংগঠনিক সফরও করবে। কেন্দ্রীয় ৩৮টি সাংগঠনিক টিম প্রস্তুতি নিচ্ছে, যা প্রতিটি জেলা, উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানের মেয়াদোত্তীর্ণ কমিটি গঠন করবে। ছাত্রদলের প্রাথমিক মূল্যায়ন অনুসারে ডাকসু ও জাকসু নির্বাচনে হারের ফলে নেতাকর্মীদের মনোবল ভেঙে পড়েছে এবং এর প্রভাব বিএনপিতেও পড়েছে।

নির্বাচন-পরবর্তী একটি বৈঠকে নেতাকর্মীরা নির্বাচনী মাঠের অভিজ্ঞতা ও সমস্যাগুলি তুলে ধরেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা ও জেলা পর্যায়ের সাংগঠনিক টিমের প্রতিনিধিরা। বৈঠকে দেখা গেছে, কোনো পূর্বপ্রস্তুতি ছাড়াই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করা হয়েছিল। নির্বাচনী তপশিল ঘোষণার পর তড়িঘড়ি প্যানেল ঘোষণা করা হয়, যেখানে প্রতিপক্ষ এক বছর আগে থেকেই প্রস্তুতি নিয়েছে।

জাকসু নির্বাচনে একই সমস্যা দেখা দেয়। একাধিক গ্রুপের মধ্যে সমন্বয় না থাকায় যোগ্য প্রার্থী বাছাই করা যায়নি। শিক্ষক রাজনীতিকদের সম্পূর্ণ সহায়তা না পাওয়া, নেতিবাচক প্রচার ও আর্থিক সংকটসহ নানা চ্যালেঞ্জের কারণে দল দুর্বল অবস্থায় নির্বাচন মোকাবিলা করে।

পরাজয়ের পর ছাত্রদলের নেতারা দোষারোপের রাজনীতিতে যুক্ত হলেও পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। সারাদেশে বিএনপিকে নিয়ে যে অপপ্রচার চলছে, তার প্রভাবও শিক্ষার্থী নির্বাচনে পড়েছে। সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি গঠন এবং সাংগঠনিক টিমকে দায়িত্বে নিয়োগের মাধ্যমে ছাত্রদল চাঙ্গা হওয়ার পথে এগোচ্ছে।

ঢাবি ও জাবিতে হারের পর নতুন কমিটির গুঞ্জন শুরু হয়েছে। পদপ্রত্যাশী নেতাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, সহসভাপতি ইজাজুল হক রুয়েল, খোরশেদ আলম সোহেল, রিয়াদ রহমান, শাফি ইসলাম ও এইচ এম আবু জাফর। যুগ্ম সম্পাদক পদে রয়েছেন মোমিনুল ইসলাম জিসান, ফারুক হোসেন, মোস্তাফিজুর রহমান ও সালেহ মোহাম্মদ আদনান।

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত