ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

মুফতি আমির হামজা : বিতর্কিত মন্তব্যে “স্টপ” জামায়াতের সতর্কবার্তা

২০২৫ সেপ্টেম্বর ২১ ১৭:০৫:০৩

মুফতি আমির হামজা : বিতর্কিত মন্তব্যে “স্টপ” জামায়াতের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ জামায়াতে ইসলামী মুফতি আমির হামজাকে সতর্ক করেছে রাজনৈতিক বিতর্কিত বক্তব্য না দেওয়ার জন্য। রবিবার একটি সাক্ষাৎকারে মুফতি আমির হামজা জানান, দলের কেন্দ্রীয় দায়িত্বশীলরা তাকে নির্দেশ দিয়েছেন মাহফিলে কোনো রাজনৈতিক বিতর্কিত মন্তব্য না করতে। তিনি নিজে সিদ্ধান্ত নিয়েছেন, কুরআনের তাফসিরের বাইরে আর কোনো বক্তব্য দেবেন না, কারণ কোনো বিষয়ে তুলনা বা মন্তব্য করতে গেলে তা সহজেই বিতর্কের জন্ম দিতে পারে।

সাম্প্রতিক বিতর্কিত বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে আজানের বিষয়ে মুখ ফসকে সঠিক নাম না বলা এবং সলিমুল্লাহ মুসলিম হলের সঙ্গে মুহসিন হলকে ভুলভাবে উল্লেখ করার জন্য তিনি ক্ষমা চেয়েছেন। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে মদের বোতল সংক্রান্ত মন্তব্যের জন্যও তিনি দুঃখ প্রকাশ করেছেন। রাশমিকা মান্দানার সৌন্দর্যকে তুলনা করে দেওয়া মন্তব্যের জন্যও তিনি ক্ষমা চেয়ে পুনরায় এ ধরনের মন্তব্য না করার প্রতিশ্রুতি দিয়েছেন।

মুফতি আমির হামজা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী। তবে সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছে। এসব ঘটনা প্রকাশের পর থেকে তিনি আরও সতর্ক থাকার প্রতিশ্রুতি দিয়েছেন এবং রাজনৈতিক বিতর্কে নিজেকে যুক্ত না রাখার ঘোষণা দিয়েছেন।

নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত