ঢাকা, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

দেবী দুর্গার আগমনি বার্তা, আজ থেকে উৎসবের সুর

২০২৫ সেপ্টেম্বর ২১ ০৯:৩২:৪৮

দেবী দুর্গার আগমনি বার্তা, আজ থেকে উৎসবের সুর

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা ঘটল আজ (রোববার) মহালয়ার মাধ্যমে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে দেবীপক্ষের আগমন আর চণ্ডীপাঠের ধ্বনিতে মুখর হয়ে উঠেছে মন্দির-মণ্ডপ। মহালয়ার এই শুভক্ষণ থেকেই শুরু হলো দুর্গাপূজার ক্ষণগণনা।

পুরাণ মতে, মহালয়ার দিনেই দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব লাভ করেন। শিবের বর অনুযায়ী মানুষ বা দেবতা কেউই মহিষাসুরকে হত্যা করতে পারত না। তাই ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর সম্মিলিতভাবে অসীম শক্তির অধিকারী নারীশক্তি ‘মহামায়া’ সৃষ্টি করেন। দেবতাদের দশটি অস্ত্রে সজ্জিত হয়ে সিংহবাহিনী দুর্গা নয়দিনব্যাপী যুদ্ধে মহিষাসুরকে বধ করেন। মহালয়া তাই শক্তি আর ন্যায়ের জয়ের প্রতীক।

মহালয়ার ভোর থেকে সনাতন ধর্মাবলম্বীরা পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণ করেন। বিশ্বাস করা হয়, পিতৃপক্ষে প্রয়াত আত্মারা স্বর্গ থেকে মর্ত্যে আসেন এবং তর্পণের মাধ্যমে তাঁদের আত্মার মঙ্গল কামনা করা হয়। এ সময় পানি, তিল ও অন্ন উৎসর্গ করা হয়।

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ রাজধানীর বিভিন্ন মন্দির ও আশ্রমে মহালয়া উপলক্ষে চণ্ডীপাঠ, বিশেষ পূজা ও ঘটস্থাপন অনুষ্ঠিত হচ্ছে। দেশজুড়ে পূজামণ্ডপগুলোতেও একইভাবে আয়োজন করা হয়েছে।

আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে দুর্গাপূজার মূল পর্ব শুরু হলেও আজ থেকেই বাঙালি হিন্দু সমাজে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মঠ-মিশন, রমনা কালীমন্দির, সিদ্ধেশ্বরী মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপে ভোর থেকেই ভক্তদের ভিড় দেখা গেছে।

উল্লেখ্য, এবার সারাদেশে ৩৩ হাজার ৫৭৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গতবারের তুলনায় বেশি। শুধু ঢাকাতেই হবে ২৫৫টি পূজা। স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সরকারি অনুদানও বাড়ানো হয়েছে— এবার গত বছরের চেয়ে এক কোটি টাকা বেশি বরাদ্দ দেওয়া হয়েছে।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত