ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

বিশ্রামের জেরে তিন পুলিশ ক্লোজ, যা জানাল হেডকোয়ার্টার

২০২৫ সেপ্টেম্বর ২০ ১৬:১৭:১০

বিশ্রামের জেরে তিন পুলিশ ক্লোজ, যা জানাল হেডকোয়ার্টার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের তিন কর্মকর্তাকে প্রশাসনিক কারণে ক্লোজ করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করছে নেটিজেনরা। বিষয়টি নজরে এসেছে বাংলাদেশ পুলিশের। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দায়িত্ব ও বিশ্রামের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড অপারেশন প্রোসিডিওর (এসওপি) অনুযায়ী কাজ না করার কারণে ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে বলা হয়, “দীর্ঘদিনের প্রচলিত রীতি মোতাবেক, স্পর্শকাতর সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশ সদস্যদের দায়িত্ব, কর্মবণ্টন এবং বিশ্রাম এসওপি দ্বারা নির্ধারিত হয়। সদস্যদের খাওয়া ও বিশ্রামের সুযোগ অবশ্যই দেওয়া হয়, তবে তা একইসঙ্গে সবাইকে দেওয়া হয় না। পর্যায়ক্রমে দেওয়া হয় যাতে দায়িত্ব পালনে ব্যাঘাত না ঘটে। বর্ণিত কর্মকর্তারা এসওপি অনুসরণ করেননি, তাই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।”

এর আগে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতের আদেশে মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান, পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম এবং ডিউটি অফিসার এসআই মাসুদুর রহমানকে প্রশাসনিক কারণে ক্লোজ করে ডিএমপির সদর দপ্তরে স্থানান্তর করা হয়।

ডিএমপির সূত্রে জানা যায়, কমিশনারের নির্দেশনা অনুযায়ী কোনো থানার এলাকায় ক্ষমতাচ্যুত দলের মিছিল বা সমাবেশ হলে সংশ্লিষ্ট থানাকে তাৎক্ষণিকভাবে জবাবদিহি করতে হবে। এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে জুমার নামাজের পর মোহাম্মদপুরে সরেজমিন পরিদর্শন করেন অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম। তিনি দেখতে পান, দায়িত্বে থাকা কর্মকর্তারা খাওয়া ও বিশ্রামে ব্যস্ত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, মোহাম্মদপুর একটি অপরাধপ্রবণ এলাকা। শুক্রবার সম্ভাব্য মিছিল ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থান রাখা হয়েছিল। কর্মকর্তাদের খাওয়া-দাওয়ার সময়সূচি এসওপি অনুযায়ী হলেও থানা পরিদর্শনে উপস্থিত অতিরিক্ত কমিশনার তাদের ক্লোজের নির্দেশ দেন। একই সময়ে অন্যান্য অফিসার যারা থানায় ছিলেন, তাদের ক্লোজ করা হয়নি।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত