ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২

চার বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা

২০২৫ সেপ্টেম্বর ১৯ ০৮:৩৬:৫০

চার বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে বেশিরভাগ এলাকায় বৃষ্টির প্রবণতা দেখা দিয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, চারটি বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা থাকায় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদদের ভাষ্যে, মৌসুমি বায়ুর একটি অংশ ভারতের উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত। অপর অংশটি বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগরের দিকে। এর ফলে সারাদেশে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি বায়ু, যা বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়াচ্ছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায়ও বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এর সঙ্গে দমকা হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

অধিদপ্তরের তথ্যমতে, বৃষ্টিপাতের এ ধারা চলবে আগামী মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পর্যন্ত। এরপর ধীরে ধীরে বৃষ্টি কমতে শুরু করবে।

সতর্ক করে বলা হয়েছে, বজ্রপাতের ঝুঁকি থাকায় খোলা জায়গায় না যাওয়া এবং নিরাপদ স্থানে অবস্থান করার জন্য নাগরিকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

এদিকে, টানা বৃষ্টির কারণে নদনদীর পানি সামান্য বৃদ্ধি পেতে পারে। বিশেষত দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে স্থানীয়ভাবে জলাবদ্ধতার পরিস্থিতি তৈরি হওয়ার শঙ্কা রয়েছে।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত