ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার, জেনে নিন সকল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: বহুল প্রতীক্ষিত ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামীকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, এদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে। ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে, যেখানে মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী অংশ নেবেন।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ শহরে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পিএসসির নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে। এর পর কোনো পরীক্ষার্থীকে হলে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে হলের নাম ও কক্ষ নম্বর জানিয়ে দেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।
প্রবেশপত্রে থাকা তথ্য ও ছবির সঙ্গে হাজিরা তালিকার ছবি ও স্বাক্ষর যাচাই করা হবে। কোনো গরমিল ধরা পড়লে প্রার্থিতা বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্নপত্র ও উত্তরপত্রে চারটি সেট থাকবে এবং পরীক্ষার্থী যে সেটের উত্তরপত্র পাবেন, তাকে সেই সেটের প্রশ্নপত্র দেওয়া হবে।
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় মোট ২০০টি এমসিকিউ থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। পরীক্ষার সময়সীমা দুই ঘণ্টা। পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষার্থী কক্ষ ত্যাগ করতে পারবেন না। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না। প্রবেশপত্র হারিয়ে গেলে পিএসসির ওয়েবসাইট থেকে নতুন করে ডাউনলোড করে নেওয়া যাবে।
পরীক্ষা কেন্দ্রে বই-পুস্তক, ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ব্যাগ, গহনা এবং সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কেন্দ্রে প্রবেশের সময় মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে। নিষিদ্ধ সামগ্রীসহ ধরা পড়লে কিংবা নকলের সঙ্গে জড়িত থাকলে প্রার্থিতা বাতিল এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দৃষ্টিপ্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য শ্রুতিলেখকের ব্যবস্থা থাকবে এবং তারা প্রতি ঘণ্টায় ১০ মিনিট অতিরিক্ত সময় পাবেন। অন্য প্রতিবন্ধী পরীক্ষার্থীরা প্রতি ঘণ্টায় ৫ মিনিট অতিরিক্ত সময় পাবেন।
পিএসসি আরও জানিয়েছে, যেসব পরীক্ষার্থী ইংরেজি ভার্সনে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছেন, তাদের জন্য আলাদা আসনবিন্যাস ও প্রশ্নপত্র ছাপানো হয়েছে। ভার্সন পরিবর্তনের কোনো সুযোগ নেই এবং তাদের অবশ্যই নির্ধারিত কেন্দ্রে ইংরেজি ভার্সনের পরীক্ষায় অংশ নিতে হবে।
পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম, গরমিল বা অসদাচরণের প্রমাণ পাওয়া গেলে ৪৭তম বিসিএস পরীক্ষার প্রার্থিতা বাতিল করা হবে এবং সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি ২০২৪ সালের ২৮ নভেম্বর প্রকাশ করা হয়েছিল। এই বিসিএসে মোট ৩ হাজার ৪৮৭টি ক্যাডার পদ এবং ২০১টি নন-ক্যাডার পদসহ মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল ১০ ডিসেম্বর এবং শেষ হয় ৩১ ডিসেম্বর। ১ নভেম্বর ২০২৪ তারিখে যেসব প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে ছিল, তারা আবেদন করতে পেরেছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ারবাজারে ইতিহাস গড়লেন ‘ছাগল-কাণ্ডের’ সেই মতিউর
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে হঠাৎ দরপতন, নেপথ্যে এনবিআরের চিঠি
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- সোনালী পেপারের কারসাজিতে জেনেক্স ইনফোসিসের পরিচালকদের জরিমানা
- চার কোম্পানির আর্থিক অনিয়মের দায়ে নিষিদ্ধ হচ্ছে ৬ নিরীক্ষা প্রতিষ্ঠান