ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি: মির্জা ফখরুল

২০২৫ সেপ্টেম্বর ১৮ ১৯:৫২:১৭

কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দলের সাম্প্রতিক বিক্ষোভ মিছিলের তীব্র সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই কর্মসূচির কোনো প্রয়োজন ছিল না, কারণ আলোচনা এখনও চলমান। আলোচনার মধ্যে এ ধরনের কর্মসূচি "অহেতুক চাপ সৃষ্টির" শামিল, যা গণতন্ত্র এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শুভ নয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

মির্জা ফখরুল প্রশ্ন রেখে বলেন, "রাজপথে কর্মসূচি দিলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে?" তিনি জোর দিয়ে বলেন, আওয়ামী লীগের পতনের পর বিএনপি কোনো ইস্যুতে রাজপথে আসেনি। তারা আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে চাইছে এবং জুলাই সনদ বাস্তবায়নও আলোচনার মাধ্যমেই সম্ভব হবে বলে আশা করেন।

বিএনপির মহাসচিব আরও বলেন, বিএনপি পিআর (পাবলিক রিলেশন) এর পক্ষে নয়, বরং বাংলাদেশে এর প্রয়োজনীয়তা নেই। জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে এবং বিএনপি অনেক বিষয়ে একমত হয়েছে, যা সামনে আনলেই হয়। তিনি পরিষ্কার করেন যে, যেকোনো পরিবর্তনের জন্য জনগণের সমর্থন অত্যন্ত প্রয়োজন। জনগণের সমর্থনে নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্ট আসে, সেই পার্লামেন্টই সংবিধান পরিবর্তন বা সংশোধনী আনতে পারে।

১৪ দল ও জাতীয় পার্টি নিষিদ্ধ করার প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয়।

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল বলেন, তিনি নিজেও এখনো জানেন না সেখানে তাদের ভূমিকা কী হবে, কারণ ড. ইউনূসের সঙ্গে এ বিষয়ে এখনো কথা হয়নি। তবে তিনি মনে করেন, দেশের গণতন্ত্র উত্তরণ এবং উন্নয়নের বিষয়টিই প্রাধান্য পাবে।

দেশের অনেক সিদ্ধান্ত বিদেশে হয়—এবারও তেমন হবে কি না জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, "এমনটা আমি মনে করি না। আমাদের দেশের সিদ্ধান্ত ঐক্যবদ্ধভাবে আমাদেরই নিতে হবে। সব সময় বাংলাদেশের সিদ্ধান্ত আমরা নিজেরাই নিয়েছি। এখনো নেবো। সুতরাং বাইরের (বিদেশের) সিদ্ধান্তের কোনো প্রয়োজন নেই।"

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত