ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
পরিবেশ অধিদপ্তর
ঢাকার নাগরিকদের মাস্ক পরে বের হওয়ার পরামর্শ
ডুয়া নিউজ: প্রতিবছর শীত এলেই রাজধানীতে ঢাকায় বায়ু দূষণের পরিমাণ বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম নয়। শীতের কুয়াশার মধ্যে রাজধানী ঢাকা এখন ভারি ধূলিকণায় ছেয়ে গেছে, যার ফলে বায়ুদূষণের পরিমাণ বেড়েই চলেছে। আজ সোমবার (১৩ জানুয়ারি) বিশ্বের ১২৪টি নগরীর মধ্যে বায়ুদূষণে ঢাকা দ্বিতীয় স্থানে রয়েছে। বাতাসের গুণগতমান খারাপ হওয়ায় পরিবেশ অধিদপ্তর ঢাকার নাগরিকদের মাস্ক পরে বাইরে বের হওয়ার পরামর্শ দিয়েছে।
সোমবার পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, ঢাকা এবং এর আশপাশের জেলা শহরগুলিতে বায়ুর গুণগতমান মাঝে মাঝে অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছাচ্ছে। এই পরিস্থিতিতে জনসাধারণকে ঘরের বাইরে মাস্ক পরিধান করতে এবং সংবেদনশীল ব্যক্তিদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
আজ সকাল সাড়ে ৮টার দিকে আইকিউএয়ারের মানসূচকে ঢাকার বায়ুর মান ২৫২ ছিল, যা 'অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচিত হয়। দেশের অন্যান্য বিভাগীয় শহরের মধ্যে চট্টগ্রামের বায়ুর মান ৯৮, রাজশাহীতে ১৮৪, এবং খুলনায় ১৭৫ ছিল। ঢাকার সবচেয়ে দূষিত এলাকা হিসেবে মার্কিন দূতাবাস (৫৯৯), গোড়ান (৪৯৫), এবং কল্যাণপুর (৩০৮) চিহ্নিত হয়েছে। আজ, বায়ুদূষণে ২৫৫ স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোর।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫), যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ৩৫ গুণ বেশি। এ ধরনের বায়ু পরিস্থিতি থেকে রক্ষা পেতে আইকিউএয়ার পরামর্শ দিয়েছে, ঘরের বাইরে বের হলে মাস্ক পরতে হবে এবং খোলা স্থানে ব্যায়াম না করার জন্য। এছাড়া, ঘরের জানালা বন্ধ রাখা উচিত।
একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বাতাস ভালো হিসেবে ধরা হয়, ৫১ থেকে ১০০ হলে মডারেট, ১০১ থেকে ১৫০ হলে স্পর্শকাতর শ্রেণির (শিশু, বৃদ্ধ, শ্বাসকষ্টের রোগী) জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, এবং ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। একিউআই ৩০১ পেরিয়ে গেলে তা বিপদজনক বলে ধরা হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বায়ুমান ব্যবস্থাপনা) জিয়াউল হক বলেছেন, শীতকালে ঢাকার বায়ু মান ২০০-এর মধ্যে রাখা একটি চ্যালেঞ্জ। অতীতে শীতকালে বায়ুর একিউআই স্কোর ২৫০ থেকে ৩০০ পর্যন্ত পৌঁছাত, যা ঝুঁকিপূর্ণ হয়ে উঠত। তিনি বলেন, বায়ু মান নিয়ন্ত্রণে রাখতে পরিবহন, শিল্প, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।
দূষণ নিয়ন্ত্রণে সারা দেশে ১২টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে, যার মধ্যে ঢাকা ও আশপাশের জেলার জন্য ৮টি সার্বক্ষণিকভাবে কাজ করছে। পরিবেশ অধিদপ্তর নতুন করে কোনো ইটভাটার অনুমোদন ও পরিবেশ ছাড়পত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, গত ডিসেম্বর মাসে ঢাকার বায়ু দূষণ ছিল গত ৯ বছরে সর্বোচ্চ। ২০২৪ সালের ডিসেম্বরে বায়ুর গড় মান ছিল ২৮৮, যা ২০২৩ সালের তুলনায় ২৬ শতাংশ বেশি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- কর্পোরেট পরিচালকের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন
- প্রাথমিকের ভাইভা শুরু কবে, লাগবে যেসব কাগজপত্র
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস