ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

১৭ বিয়ের অভিযোগে বন কর্মকর্তা বরখাস্ত

২০২৫ সেপ্টেম্বর ১৭ ০৯:৫৮:০৭

১৭ বিয়ের অভিযোগে বন কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: বহুবিবাহ ও প্রতারণার অভিযোগে আলোচিত বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. কবির হোসেন পাটোয়ারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে রংপুর রেঞ্জে সংযুক্ত করার নির্দেশ দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সরকারি চাকরি, বিদেশে পড়াশোনা কিংবা বিমানবালা হিসেবে নিয়োগের প্রলোভন দেখিয়ে অন্তত ১৭ নারীকে বিয়ে করার অভিযোগ রয়েছে কবির হোসেনের বিরুদ্ধে। ভুক্তভোগী নারীরা গত ১১ সেপ্টেম্বর বরিশালের কাশিপুর বন সংরক্ষক কার্যালয়ের সামনে মানববন্ধন করে বিচারের দাবি জানান।

ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনাসহ বিভিন্ন জেলার নারীরা অভিযোগ করেন, প্রতারণার মাধ্যমে কবির হোসেন তাদের বিয়ে করেছেন। এ ঘটনায় ঢাকার এক আইনজীবী স্বপ্রণোদিত হয়ে বরিশালের আদালতে মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারক।

মামলার বাদী অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু বলেন, চাঁদপুরের মতলবের বাসিন্দা কবির হোসেন চাকরিজীবনে বিভিন্ন জেলায় কর্মরত অবস্থায় একে একে ১৭টি বিয়ে করেছেন। প্রতিটি বিয়ে মুসলিম ফ্যামিলি আইনের বিধান লঙ্ঘন করে সম্পন্ন হয়, যা ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে চ্যালেঞ্জ করেছে।

অভিযুক্ত কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত