ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

জকসু নির্বাচন ডিসেম্বরের মধ্যে: জবি উপাচার্য

২০২৫ সেপ্টেম্বর ১৭ ০০:৪২:১১

জকসু নির্বাচন ডিসেম্বরের মধ্যে: জবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। তিনি আরও উল্লেখ করেন যে, এই সময়ের আগেও জকসু নির্বাচন সম্ভব হতে পারে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিন দফা দাবিতে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে এসে উপাচার্য এই ঘোষণা দেন। শিক্ষার্থীদের জকসু নির্বাচনের দাবি প্রসঙ্গে উপাচার্য জানান, "আমরা নিয়মিত যোগাযোগ করছি। আজও দুপুর ১২টার দিকে তানজিম উদ্দিন (ইউজিসি সদস্য) স্যারের সঙ্গে যোগাযোগ হয়েছে।"

শিক্ষার্থীরা লিখিত রোডম্যাপ চাইলে উপাচার্য বলেন, "আমাদের নীতিমালা পাঠানো হয়েছে। সেটা অনুমোদন হলেই আমরা রোডম্যাপ দেবো। তা না হলে সে রোডম্যাপের কোনো ভিত্তি থাকবে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো জকসু বিধি শিগগির অনুমোদন হবে আশা করছি। অনুমোদিত বিধি অনুসারে ডিসেম্বরের মধ্যে জকসু নির্বাচন সম্ভব হবে।"

ক্যাফেটেরিয়ার খাবারের মান উন্নয়নের বিষয়ে অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, "ক্যান্টিনে খাওয়ার মান বাড়ানোর জন্য কমিটি এরই মধ্যে অ্যাক্টিভেট করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে এ ব্যাপারে দৃশ্যমান উন্নতি হবে ইনশাআল্লাহ।"

এর আগে এদিন দুপুর ১টা থেকে জকসুর রোডম্যাপ ঘোষণাসহ তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী অনশন শুরু করেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে ছিল: শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি কার্যকর করার নির্দিষ্ট তারিখ ঘোষণা, ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, ক্যাফেটেরিয়ায় ভর্তুকি দিয়ে স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা, এবং কেন্দ্রীয় লাইব্রেরিতে সুযোগ-সুবিধা বৃদ্ধি ও শীতাতপ নিয়ন্ত্রণ নিশ্চিত করা।

এদিকে, একই দিনে সম্পূরক বৃত্তি এবং জকসু নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এ সময় তারা ইউজিসিকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে জকসু আইন পাসের জন্য আলটিমেটাম দেন। জবি শিবিরের শাখা সভাপতি মো. রিয়াজুল ইসলাম জানান, তাদের সামনেই ইউজিসি চেয়ারম্যান বিশেষ বৃত্তির চিঠি অর্থ উপদেষ্টার কাছে পাঠান।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত