ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

আবুল ফয়েজ নিলেন শিল্পকলা একাডেমির দায়িত্ব

২০২৫ সেপ্টেম্বর ১৬ ১৭:৫৪:৩৫

আবুল ফয়েজ নিলেন শিল্পকলা একাডেমির দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তিনি প্রথম কার্যদিবসে একাডেমির কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাহমুদল হক জিহাদ গণমাধ্যমকে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন মহাপরিচালক আগে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কাজ করেছেন।

এর আগে, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ফেব্রুয়ারি মাসে অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেছিলেন। কিছু মাস দায়িত্ব পালনের পর তিনি পদ থেকে সরে যান। এরপর একাডেমির সচিব ওয়ারেস হোসেন ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করছিলেন।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত