ঢাকা, শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

জুলাই মামলায় আসামির ভার্চুয়াল হাজিরা

২০২৫ সেপ্টেম্বর ১৬ ১৫:৩৪:২৯

জুলাই মামলায় আসামির ভার্চুয়াল হাজিরা

নিজস্ব প্রতিবেদক: জুলাই মাসের অভ্যুত্থান মামলায় ঢাকা কেন্দ্রীয় আদালতে ভার্চুয়াল হাজিরার মাধ্যমে সাবেক ৬ মন্ত্রীসহ নয়জনের উপস্থিতি গ্রহণ করা হয়েছে। আসামিরা কারাগার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতের সঙ্গে যুক্ত ছিলেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে বিচারপতি আকরাম হোসেনের তত্ত্বাবধানে এই ভার্চুয়াল হাজিরা সম্পন্ন হয়।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার তারেক জুবায়ের জানিয়েছেন, কাশিমপুর, কেরানীগঞ্জ ও বিশেষ কেন্দ্রীয় কারাগারের আসামিরা অনলাইনে যুক্ত ছিলেন। আদালত তাদের নাম ধরে ডাকলে হাত উচিয়ে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেন।

ভার্চুয়ালি হাজির আসামিদের মধ্যে ছিলেন: সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক, সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবিএম তাজুল ইসলাম। এছাড়া যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, সাবেক ওসি মাজহারুল ইসলাম এবং পুলিশের সাবেক কনস্টেবল শোয়াইবুর রহমানও উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত