ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
অভিমান আর ঘৃণা না পেলে জীবনটা আরো মধুর হত: জয়
ডুয়া নিউজ: ছোটপর্দার একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। এছাড়াও একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘৩০০ সেকেন্ড’ অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে রয়েছেন। এ অনুষ্ঠানে বিভিন্ন ধরনের প্রশ্নে করার জন্য হরহামেশাই সংবাদের শিরোনাম হয়ে থাকেন।
অভিনয় ও উপস্থাপনার পাশাপাশি রাজনীতি ও বিভিন্ন ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন তিনি। ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়ে নিজের সরব উপস্থিতি জানান দেন এই অভিনেতা। আজ সোমবার (১৩ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন এই অভিনেতা। সেখানে তিনি নিজেকে জিম্মি বলে উল্লেখ করেছেন।
শাহরিয়ার নাজিম লেখেন, অভিনয় ক্যারিয়ারের ২৫বছর পার করলাম। নানান উত্থান পতন সাফল্য এবং ব্যর্থতায় যা অর্জিত হয়েছে তা হচ্ছে অভিজ্ঞতা। মাঝে আলোচিত উপস্থাপক হওয়ার কারণে প্রচুর দর্শক পরিচিতির পাশাপাশি পেয়েছি আপনাদের অজস্র অভিমান।
আফসোস করে জয় বলেন, আহ যদি শুধু অভিনেতা ই হতে পারতাম! তাহলে হয়তো শুধু ভালবাসাটাই পেতাম। অভিমান আর ঘৃণা না পেলে জীবনটা আরো মধুর হত। এক জীবনে শত জীবনের বৈচিত্র নেওয়ার সুযোগ অভিনয় ছাড়া আর কোন কাজে নেই। আমি এখন জিম্মি। বলেনতো জিম্মি কি?
জয়ের এই পোস্টে নানান প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা। পোস্টের কমেন্টে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘অভিনন্দন অভিনেতা জয়। আপনাকে আমার উপস্থাপক হিসাবেই বেশি ভালো লাগে’। অন্য আরেকজন লিখেছেন, ‘অভিনয়ের ২৫ বছর পূর্তিতে অভিনন্দন ভাইয়া।’ আরেকজন বলেন, ‘অভিনন্দন ও শুভ কামনা রইলো।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ