ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

দেশের ১০ জেলায় দুপুর ১ টার মধ্যে ঝড়ের আভাস

২০২৫ সেপ্টেম্বর ১৫ ০৮:২১:০৫

দেশের ১০ জেলায় দুপুর ১ টার মধ্যে ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক: ঝড়ো হাওয়ার আশঙ্কায় দেশের ১০ জেলার নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির সতর্কবার্তায় জানানো হয়েছে, সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত এসব অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত কার্যকর এ সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ–পশ্চিম দিক থেকে ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি বয়ে যেতে পারে।

এ কারণে উল্লিখিত অঞ্চলের সব নদীবন্দরকে ১ নম্বর (পুনঃ) সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত