ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

বিএনপি জিতলে হাসিনার বিচার ত্বরান্বিত হবে: শামসুজ্জামান দুদু

২০২৫ সেপ্টেম্বর ১৪ ১৬:৩২:০২

বিএনপি জিতলে হাসিনার বিচার ত্বরান্বিত হবে: শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক: বিএনপি জিতলে শেখ হাসিনার বিচার আরও ত্বরান্বিত হবে বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রোববার (১৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) উদ্যোগে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

দুদু বলেন, ‘হাসিনাতন্ত্রের’ পতন দীর্ঘ এক বছর আগেই ঘটেছে। তবে প্রত্যাশিত গণতন্ত্রের উত্তরণ এখনও সম্পূর্ণ হয়নি। গত ১৫–১৬ বছরে তিনটি নির্বাচন হয়েছে, যা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছার ভিত্তিতে পরিচালিত হয়েছিল। এই নির্বাচনের ফলে গণতন্ত্রের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে।

তিনি বলেন, স্বৈরাচারের পতনের পর মানুষ তাদের পছন্দের প্রার্থী ও দলের পক্ষে ভোট দিতে চায়। কিন্তু অন্তর্বর্তী সরকার এক বছরেরও বেশি সময় ধরে এই দায়িত্ব পালন করতে পারেনি। কিছু রাজনৈতিক দল নির্বাচনের আগে বিভিন্ন দাবি ও কর্মসূচি দিয়ে নিজেদের স্বার্থ প্রতিষ্ঠার চেষ্টা করছে, যা দুদুর মতে হাস্যকর এবং গ্রহণযোগ্য নয়।

দুদু আরও বলেন, “অন্তর্বর্তী সরকারকে রোডম্যাপ অনুযায়ী আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে। এই নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। বিএনপি জিতলে আওয়ামী লীগ ও তার ঘনিষ্ঠরা ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পাবে এবং বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব হবে। এই দায়িত্ব একমাত্র নির্বাচিত সরকারই পালন করতে সক্ষম।”

মানববন্ধনে জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন কৃষক দলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদি, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত