ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

ডাকসু ভোট গণনায় অনিয়মের অভিযোগ

২০২৫ সেপ্টেম্বর ১৪ ১৩:৫৩:০৩

ডাকসু ভোট গণনায় অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে প্রার্থী ফারিয়া মতিন ইলা ভোট গণনায় ভিন্নতার অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন, সবগুলো হলে প্রাপ্ত ভোটের যোগফল ২১৬১, কিন্তু সর্বমোট ভোট হিসেবে দেখানো হয়েছে ২১৪৭।

এ বিষয়ে ফারিয়া ইলা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন,

"আমি ফারিয়া মতিন ইলা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে কেন্দ্রে নির্বাচন করি। সর্বমোট ভোট দেখায় ২১৪৭, কিন্তু সবগুলো হলের ভোট সংখ্যা যোগ করলে দাঁড়ায় ২১৬১। তাহলে ২১৬১ থেকে ২১৪৭ হয়ে যাওয়া বিষয়টার মানে কী? এবং কীভাবে এই ভোটটি এডজাস্ট হয়েছে? এখনও কি গলা ফাটাইবেন যে ডাকসুর ফলাফল সুষ্ঠু হয়েছে?"

ফারিয়া মতিন ইলা তাঁর প্রাপ্ত ভোটের বিস্তারিত তালিকাও ফেসবুকে প্রকাশ করেছেন। তাঁর এই পোস্টের মাধ্যমে নির্বাচনের স্বচ্ছতা ও সঠিক গণনার প্রশ্ন উত্থাপন করা হয়েছে।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত