ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

জাকসু’র আনুষ্ঠানিক ফলাফল 

২০২৫ সেপ্টেম্বর ১৩ ১৮:৪৩:৩৭

জাকসু’র আনুষ্ঠানিক ফলাফল 

নিজস্ব প্রতিবেদক : ভিপিসহ ৩ পদে স্বতন্ত্র, জিএস, এজিএসসহ ২০ পদে ছাত্রশিবির প্যানেল এবং ২ পদে বাগছাস প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন।

১. ভিপি- আব্দুর রশিদ জিতু (স্বতন্ত্র প্যানেল)২. জিএস- মো: মাজহারুল ইসলাম (শিবির প্যানেল)৩. এজিএস (পুরুষ)- ফেরদৌস আল হাসান (শিবির প্যানেল)৪. এজিএস (নারী)- আয়েশা সিদ্দীকা মেঘলা (শিবির প্যানেল)৫. শিক্ষা ও গবেষণা সম্পাদক- আবু ওবায়দা ওসামা (শিবির প্যানেল)৬. পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক- মো. শাফায়েত মীর (শিবির প্যানেল)৭. সাহিত্য ও প্রকাশনা সম্পাদক- মো. জাহিদুল ইসলাম (শিবির প্যানেল)৮. সাংস্কৃতিক সম্পাদক- শেখ জিসান আহমেদ (স্বতন্ত্র)৯. সহ সাংস্কৃতিক সম্পাদক- মো: রায়হান উদ্দীন (শিবির প্যানেল)১০. নাট্য সম্পাদক- মো রুহুল ইসলাম (শিবির প্যানেল)১১. ক্রীড়া সম্পাদক-মাহমুদুল হাসান কিরন (স্বতন্ত্র)১২. সহ-ক্রীড়া সম্পাদক (নারী)- ফারহানা আক্তার লুবনা (শিবির প্যানেল)১৩. সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ)- মো. মাহাদী হাসান (শিবির প্যানেল)১৪. তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক- মো. রাশেদুল ইসলাম লিখন (শিবির প্যানেল)১৫. সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক- আহসাব লাবিব (বাগছাস)১৬. সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী)- নিগার সুলতানা (শিবির প্যানেল)১৭. সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (পুরুষ)- মো. তৌহিদ হাসান (শিবির প্যানেল)১৮. স্বাস্হ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক- হুসনী মোবারক (শিবির প্যানেল)১৯. পরিবহন ও যোগাযোগ সম্পাদক- মো. তানভীর রহমান (শিবির প্যানেল)

কার্যকরী সদস্য--- (৬ পদ)পুরুষ-১: মো. তরিকুল ইসলাম (শিবির প্যানেল)পুরুষ-২: মো. আবু তালহা (শিবির প্যানেল)পুরুষ-৩: মোহাম্মদ আলী চিশতী (বাগছাস প্যানেল)

নারী-১: নাবিলা বিনতে হারুণ (শিবির প্যানেল)নারী-২: ফাবলিহা জাহান (শিবির প্যানেল)নারী-৩: নুসরাত জাহান ইমা (শিবির প্যানেল)

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

এটিইউর নতুন প্রধান রেজাউল করিম

এটিইউর নতুন প্রধান রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম নতুন দায়িত্ব পেলেন এন্টি টেরোরিজম ইউনিটে (এটিইউ)। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে... বিস্তারিত