ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২
গ্রহণযোগ্য জাকসু নির্বাচন চায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম
.jpg)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন নিয়ে অনিয়ম ও কারচুপির যে অভিযোগ উঠেছে, তার নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু সমাধান করে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
শুক্রবার রাত ৯টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এই দাবি জানায়।
বিবৃতিতে বলা হয়, নির্বাচনী কমিশনের কিছু সদস্য ও তাদের ঘনিষ্ঠ প্রভোস্টদের ‘অপতৎপরতার’ কারণে জাকসু ও বিভিন্ন হল সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে। এই পরিস্থিতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল নির্বাচন বর্জন করে। অভিযোগে আরও বলা হয়, ছাত্রীদের ১৫ নম্বর হল, জাহানারা ইমাম হল, শহীদ তাজউদ্দীন আহমদ হল ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে জাল ভোট প্রদান এবং প্রার্থী, প্রতিনিধি ও সাংবাদিকদের হয়রানির ঘটনা ঘটে। বিশেষ করে ১৫ নম্বর হলের প্রভোস্ট প্রকাশ্যে একটি নির্দিষ্ট প্যানেলের পক্ষে ভোট চাইেছেন বলেও অভিযোগ রয়েছে। পর্যবেক্ষক দল সেখানে ব্যালট পড়ে থাকা সহ নানা অনিয়ম প্রত্যক্ষ করেছে।
এছাড়া অভিযোগ করা হয়, আশ্চর্যের বিষয় হলো হল সংসদ নির্বাচনের ব্যালটে ক্রমিক নম্বর ও মুড়ি থাকলেও জাকসুর ব্যালটে তা ছিল না। অথচ ক্রমিক নম্বর ভোটের বৈধতা নিশ্চিতের একটি অপরিহার্য উপাদান। আরও বলা হয়, পূর্ণাঙ্গ ভোটার তালিকা ছবি-সংযুক্ত আকারে সরবরাহ করা হয়নি, যার ফলে ভোটার শনাক্তকরণে জটিলতা তৈরি হয়।
ভোটার তালিকায় অসঙ্গতির কারণে অনেক শিক্ষার্থী নিজ হলে ভোট দিতে পারেননি। বিবৃতিতে বলা হয়, দ্বৈত ভোট প্রতিরোধে নির্বাচনী কালি ব্যবহার করা হলেও বহু ক্ষেত্রে তা ছিল না। এমনকি নির্বাচনের আগের রাতে ছাত্রদলের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়, যা পরদিনের অনিয়মের সঙ্গে একই সূত্রে গাঁথা। শিক্ষক ফোরামের দাবি, আসলে একটি বিশেষ রাজনৈতিক দলের প্রার্থীদের বিজয়ী করতেই পুরো নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে।
তারা আরও অভিযোগ করেন, নির্বাচনের আগের রাতে ছাত্রদলের বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তা ভাইরাল করা হয়। অথচ বাস্তবে সে সময় রিটার্নিং অফিসারদের তত্ত্বাবধানে শুধু ব্যালট বাক্সসহ অন্যান্য সরঞ্জাম পাঠানো হয়েছিল, আর ব্যালট পেপার পাঠানো হয় নির্বাচনের দিন সকাল সাড়ে ৮টার পর। তবুও একটি বিশেষ রাজনৈতিক দল এসব মিথ্যাচারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ছাত্রদলকে আগেই কোণঠাসা করে ফেলে। বিবৃতিতে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা মুখে সৃষ্টিকর্তার নাম নেন, তারাই নির্বাচনে জয়লাভের জন্য মিথ্যাচারের মতো গুরুতর পাপে লিপ্ত হয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- চার জেডের শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ আস্থা
- পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান