ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘর্ষ, উপাচার্যসহ ১০ শিক্ষার্থী আ’হত
.jpg)
নিজস্ব প্রতিবেদক: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ফুটবল খেলার একটি ঘটনাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। সংঘর্ষের সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমও আহত হয়েছেন। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির উপস্থিতি ছিল অত্যন্ত সীমিত কেবল একজন সহকারী প্রক্টরই ঘটনাস্থলে ছিলেন। শিক্ষার্থীরা প্রক্টরিয়াল বডির উদাসীনতাকে এ ঘটনায় দায়ী করছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভোলা রোডে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থীরা নবনির্মিত বিটাক ভবনের মাঠে মার্কেটিং বিভাগের ১০ম ব্যাচের সিনিয়র শিক্ষার্থী ফয়সালের সঙ্গে ফুটবল খেলার সময় বাকবিতণ্ডায় জড়ান। ১২ ব্যাচের শিক্ষার্থীরা ফয়সালকে ক্ষমা চাইতে বাধ্য করলে বিষয়টি তার ব্যাচের গ্রুপে জানানো হয়। এরপর কয়েকজন ছাত্র মাঠে গেলে তাদের ওপরও হাত তোলা হয়। প্রথম ধাপের সংঘর্ষে মার্কেটিং বিভাগের তিন শিক্ষার্থী আহত হন, দুজনকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পরবর্তীতে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গেট-১-এর সামনে জড়ো হন। একই সময় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থীরা নবনির্মিত বিটাক ভবনে অবস্থান নেন। সংঘর্ষ তখন আরও তীব্র হয়, এবং বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করে।
প্রায় এক ঘণ্টা পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুই গ্রুপকে শান্ত করার চেষ্টা করেন। আহত মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মোস্তাক আহম্মেদ বলেন, আমরা গ্রুপে একটি মেসেজ পেয়েই ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে দেখি ফয়সালকে মারধর করা হচ্ছে। তাকে বাঁচাতে গেলে আমাকেও ঘিরে ধরেন। পরে জুতা ফেলে দৌড়ে নিরাপদ স্থানে চলে আসি।
অন্যদিকে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থীরা মিমাংসার জন্য প্রস্তুত আছেন, তবে এ বিষয়ে বিস্তারিত বক্তব্য দিতে রাজি হননি। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. রাহাত হোসেন ফয়সাল জানান, দুই বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি মীমাংসার চেষ্টা করা হচ্ছে। আগামীকাল তারা একত্রিত হয়ে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- চার জেডের শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ আস্থা
- পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান