ঢাকা, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২

বেকারত্ব কমেছে নাকি বেড়েছে? বিবিএস প্রকাশ করল হার

২০২৫ সেপ্টেম্বর ১২ ২০:৫৬:২৪

বেকারত্ব কমেছে নাকি বেড়েছে? বিবিএস প্রকাশ করল হার

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালে বাংলাদেশে প্রায় ৯ লাখ স্নাতক ডিগ্রিধারী বেকার ছিলেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) তাদের চূড়ান্ত শ্রমশক্তি জরিপ (এলএফএস) প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে।

এক বছরের ব্যবধানে দেশের বেকারের সংখ্যা ১ লাখ ৬০ হাজার বেড়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ২০ হাজারে, যা ২০২৩ সালে ছিল ২৪ লাখ ৬০ হাজার।

স্নাতক ডিগ্রিধারীদের মধ্যে বেকারত্বের হারও বেড়েছে, ২০২৪ সালে এটি ১৩.৫০ শতাংশে পৌঁছেছে, যা আগের বছরের ১৩.১১ শতাংশ ছিল। স্নাতক পাশ বেকারের প্রকৃত সংখ্যা ছিল ৮ লাখ ৮৫ হাজার, যা আগের বছরের তুলনায় ২০ হাজার কম। এর মধ্যে নারীর সংখ্যা ২০ শতাংশের বেশি। সার্বিক জাতীয় বেকারত্বের হার ছিল ৪.৪৮ শতাংশ।

মাধ্যমিকের নিচের শিক্ষাগত স্তরের বেকারের সংখ্যা এক বছরের মধ্যে ১ লাখের বেশি বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৭ হাজার। শতকরা হিসেবে তাদের বেকারত্ব বেড়েছে ০.৫১ শতাংশ পয়েন্ট।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, এ পরিস্থিতি মোটেও সন্তোষজনক নয়। সরকারি ও বেসরকারি খাতে প্রত্যাশিত হারে কর্মসংস্থান বৃদ্ধি হয়নি, আর ব্যবসার সামগ্রিক প্রবৃদ্ধিও সীমিত। চাকরির মূল উৎস সরকার, এবং প্রতি বছর সেই সুযোগ সীমিত। তাই কর্মসংস্থান বৃদ্ধির আশা করা বাস্তবসম্মত নয়।

তিনি আরও বলেন, অর্থনীতিতে যে অর্জন হয়েছে, তা মূলত বিপর্যয় রোধের প্রচেষ্টা। যেম মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সংকোচনমূলক মুদ্রানীতি, ব্যাংক খাতের স্থিতিশীলতা, সীমিত মূলধন দিয়ে রিজার্ভ পুনর্গঠন। এসব পদক্ষেপ অর্থনীতিকে পুরোপুরি বিপর্যয় থেকে রক্ষা করেছে।

তবে, সমস্যার অবশিষ্ট অংশ রয়েছে। যদিও জিডিপি বেড়েছে, কিন্তু তা বিভ্রান্তিকর কারণ দেশের প্রবৃদ্ধির মূল চালক দেশি ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পায়নি। বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থানও বাড়ার সম্ভাবনা নেই।

ড. ফাহমিদা খাতুন বলেন, গত বছর প্রত্যাশিত বিনিয়োগ হয়নি। তাই জনসংখ্যার কর্মসংস্থান বৃদ্ধি করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত