ঢাকা, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২

জাকসু নির্বাচনে ভোট গণনা নিয়ে বিতর্ক

২০২৫ সেপ্টেম্বর ১২ ১৮:০৮:৩০

জাকসু নির্বাচনে ভোট গণনা নিয়ে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেছা হলের রিটার্নিং কর্মকর্তা ও ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সুলতানা আক্তার শুক্রবার বিকাল চারটায় ভোট গণনার কক্ষে মাইকে জানিয়েছেন, তিনি তার সহকর্মীর লাশের উপর দিয়ে ভোট গণনা করতে রাজি নন। তিনি প্রশ্ন করেছেন, “আপনারা কি শিক্ষকের লাশের উপর দিয়ে এই রেজাল্ট চান?”

অধ্যাপক সুলতানা আক্তার সনাতনী পদ্ধতির বদলে ওয়েমার মেশিনে ভোট গণনার জোর দাবি জানিয়েছেন। তিনি বলেন, “আমি আমার একজন পোলিং কর্মকর্তাকে কল দিয়েছি, তিনি অসুস্থ হয়ে যাচ্ছেন। পোলিং কর্মকর্তা না থাকলে ভোট গণনা শুরু করা সম্ভব নয়। এই সনাতনী পদ্ধতিতে যদি গণনা করতে থাকে, তাহলে তিন দিন সময় লাগবে।”

ড. সুলতানা আক্তার অভিযোগ করেছেন, সহকর্মী জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় এবং নির্বাচন কমিশনের অব্যবস্থাপনা দায়ী। তিনি আরও বলেন, “আমি আমার সহকর্মীর মৃত্যুতে ব্যথিত এবং ক্ষুব্ধ। এই মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয়ের অব্যবস্থাপনা দায়ী। আমি চাই, এ মৃত্যুর বিচার হোক।”

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভোট গণনা চলাকালীন এই ঘটনা শিক্ষার্থী ও শিক্ষকের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত