ঢাকা, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২
জাকসু নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা
.jpg)
বেশকিছু অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ২১টি হল কেন্দ্রে স্থাপিত মোট ২২৪টি বুথে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালিত হয়।
নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। শান্তি-শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয় ১ হাজার ৫৩৪ জন পুলিশ, ৭ প্লাটুন বিজিবি এবং ৫ প্লাটুন আনসার। এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্যাম্পাস ও আশপাশে অবস্থান নেন যাতে কোনো অপ্রত্যাশিত বা অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত মোকাবিলা করা যায়।
ভোটের দিন ক্যাম্পাসের নিয়ন্ত্রিত চলাচল নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়। মীর মশররফ হোসেন হল সংলগ্ন গেট ও প্রান্তিক গেট ছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল অন্যান্য গেট ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে বন্ধ রাখা হয়।
এছাড়া ১১ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ক্যাম্পাসে ভাসমান দোকান, টারজান পয়েন্টের দোকান, পুরাতন পরিবহন চত্ত্বর সংলগ্ন দোকান, নতুন কলা ভবন সংলগ্ন মুরাদ চত্বরের দোকান, প্রান্তিক গেটের উত্তর পাশের কাপড়ের মার্কেট এবং প্রধান গেট সংলগ্ন দোকানসমূহ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তবে, সকল আবাসিক হলের ক্যান্টিন ও প্রয়োজনীয় দোকান খোলা রাখার ব্যবস্থা করা হয় এবং পর্যাপ্ত খাবার মজুত রাখার কথাও বলা হয়।
নির্বাচনী নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১২ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত জরুরি বিভাগের বাইরে (নিরাপত্তা, পানি, বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট) মোটরসাইকেল চলাচল বন্ধ রাখা হয়। এই সময় শুধুমাত্র শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের গোলাকার স্টিকারযুক্ত এবং নির্বাচন কমিশনের স্টিকারযুক্ত যানবাহন ব্যবহার করতে পারবে। সকল স্টাফ বাস প্রান্তিক গেট ব্যবহার করে ক্যাম্পাসে প্রবেশ করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- চার জেডের শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ আস্থা
- পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান