ঢাকা, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

৭১এ শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ডাকসু নেতারা

২০২৫ সেপ্টেম্বর ১১ ১১:৪৬:৫৬

৭১এ শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ডাকসু নেতারা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ী শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নবনির্বাচিত নেতারা বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রায়েরবাজারে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের গণকবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনের পর তারা শহীদদের আত্মত্যাগ স্মরণ করে মোনাজাত করেন এবং নিজেদের প্যানেলের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা ঘোষণা করেন। এ সময় নেতারা বলেন, ১৯৭১ ও ২০২৪ সালের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে চান তারা।

ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম জানান, নির্বাচনে অংশ নেওয়া সকল প্রার্থীর ইশতেহার বাস্তবায়নে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।

জিএস এস এম ফারহাদ বলেন, শহীদদের রক্তের ঋণ পূরণ করতে হলে কাজের মাধ্যমেই তা প্রমাণ করতে হবে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, হিজাব ইস্যুতে ভারতীয় গণমাধ্যম নিজেদের স্বার্থে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

সারাদেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

সারাদেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদকঃবাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা... বিস্তারিত