ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
ইইউ আদালতে মেটা-টিকটকের জয়
                                    আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের নতুন ডিজিটাল আইন ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ)–এর আওতায় আরোপিত তদারকি ফি নিয়ে আইনি লড়াইয়ে বড় জয় পেয়েছে মেটা ও টিকটক। ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ আদালত লুক্সেমবার্গভিত্তিক জেনারেল কোর্ট বুধবার এক রায়ে জানায়, ফি গণনার বর্তমান পদ্ধতি আইনি কাঠামোর বাইরে হওয়ায় ইউরোপীয় কমিশনকে নতুন করে নিয়ম তৈরি করতে হবে।
ডিএসএ অনুযায়ী, বড় অনলাইন প্ল্যাটফর্মগুলোর কাছ থেকে প্রতি বছর তদারকি ফি আদায় করা হয়, যাতে কমিশনের নিয়ম পালনের তদারকি ব্যয় মেটানো যায়। এ ফি নির্ধারণ করা হয় কোম্পানির মাসিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা এবং আগের অর্থবছরের আর্থিক অবস্থার ওপর ভিত্তি করে।
কিন্তু মেটা ও টিকটকের অভিযোগ, ফি নির্ধারণের এ পদ্ধতিতে ত্রুটি রয়েছে এবং এর ফলে তারা অতিরিক্ত ও অসামঞ্জস্যপূর্ণ অর্থ পরিশোধ করেছে। আদালতও রায়ে স্বীকার করে, এ ধরনের সিদ্ধান্ত সাধারণ বাস্তবায়ন নির্দেশের মাধ্যমে নয়, বরং ডেলিগেটেড অ্যাক্ট এর মাধ্যমে কার্যকর করা উচিত ছিল।
এ রায়ের ফলে ইউরোপীয় কমিশনকে আগামী ১২ মাসের মধ্যে নতুন নিয়ম প্রণয়ন করতে হবে। তবে ২০২৩ সালের জন্য কোম্পানিগুলো যে ফি ইতিমধ্যে দিয়েছে, তা ফেরত দেওয়া হবে না। কমিশনের দাবি, আদালত ফি আদায়ের নীতি বা পরিমাণে আপত্তি জানায়নি; শুধু প্রক্রিয়াগত আনুষ্ঠানিকতা সংশোধনের নির্দেশ দিয়েছে।
রায়ের পর টিকটক জানিয়েছে, তারা নতুন আইন প্রণয়নের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। অন্যদিকে মেটা বলেছে, “বর্তমানে লোকসান থাকা অনেক কোম্পানি ফি থেকে অব্যাহতি পাচ্ছে, অথচ তাদের ব্যবহারকারী সংখ্যা বেশি এবং তারা নিয়ন্ত্রক চাপও বাড়াচ্ছে। আমরা আশা করি এবার এসব অসামঞ্জস্য দূর হবে।”
মেটা ও টিকটকের পাশাপাশি ইউরোপে এই তদারকি ফি দিতে হচ্ছে অ্যামাজন, অ্যাপল, বুকিং.কম, গুগল, মাইক্রোসফট, ইলন মাস্কের এক্স (টুইটার), স্ন্যাপচ্যাট ও পিন্টারেস্টের মতো বড় প্রযুক্তি কোম্পানিকেও।
উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বরে কার্যকর হওয়া ডিএসএ অনুযায়ী, অত্যন্ত বড় অনলাইন প্ল্যাটফর্মগুলোকে অবৈধ ও ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিতে হবে। নিয়ম লঙ্ঘন করলে কোম্পানিগুলোকে তাদের বার্ষিক বৈশ্বিক আয়ের সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত জরিমানার মুখে পড়তে হতে পারে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
 - আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
 - ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
 - ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
 - মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
 - দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
 - পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
 - ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক