ঢাকা, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

৩৩ বছর পর জাহাঙ্গীরনগরে জাকসু নির্বাচন আজ

২০২৫ সেপ্টেম্বর ১১ ০৮:৪৫:৫৪

৩৩ বছর পর জাহাঙ্গীরনগরে জাকসু নির্বাচন আজ

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে আজ। প্রায় ৩৩ বছর পর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্পাসের ২১টি হলে মোট ২২৪টি বুথে একযোগে ভোটগ্রহণ চলবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে এবার সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

এবারের নির্বাচনে পূর্ণাঙ্গ ও আংশিক মিলিয়ে মোট ৮টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে রয়েছে ছাত্রদল সমর্থিত পূর্ণাঙ্গ প্যানেল, ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’, বাগছাসের ‘সম্মিলিত ঐক্য ফোরাম’, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দুই অংশের পৃথক প্যানেল—‘সম্প্রীতির ঐক্য’ ও ‘সংশপ্তক পর্ষদ’। এছাড়া আরও তিনটি স্বতন্ত্র প্যানেলও মাঠে রয়েছে।

শিক্ষার্থীদের মতে, এবারের নির্বাচনে এককভাবে কোনো প্যানেল এগিয়ে নেই। ভোটাররা প্রার্থীদের ব্যক্তিগত ভাবমূর্তি, আন্দোলন-সংগ্রামে ভূমিকা, সামাজিক কর্মকাণ্ড এবং দলীয় সংযোগের মতো বিষয় বিবেচনায় নিচ্ছেন।

সহসভাপতি (ভিপি) পদে আলোচনায় রয়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত আরিফুজ্জামান উজ্জল, স্বতন্ত্র প্রার্থী আবদুর রশিদ জিতু, ছাত্রদলের শেখ সাদী হাসান ও শিবির সমর্থিত আরিফ উল্লাহ। অন্যদিকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন শিবির সমর্থিত মাজহারুল ইসলাম, ছাত্রদলের তানজিলা হোসাইন বৈশাখী এবং বাগছাস সমর্থিত তৌহিদ মোহাম্মদ সিয়াম।

বিশ্ববিদ্যালয়ের মোট ভোটার প্রায় ১১ হাজার ৮৯৭ জন। এর মধ্যে অর্ধেকের বেশি নারী শিক্ষার্থী। পর্যবেক্ষকদের ধারণা, রাজনৈতিক প্রভাবের বাইরে থাকা নারী ভোটারদের অংশগ্রহণ শেষ মুহূর্তে ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ করেছে। নিরাপত্তার জন্য ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে প্রায় ১ হাজার ২০০ পুলিশ সদস্য, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তাকর্মী এবং দায়িত্বে থাকবেন দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভোটগ্রহণ শেষে বিশেষ ওএমআর মেশিনে গণনা করা হবে।

জাহাঙ্গীরনগরের ইতিহাসে এটি হবে ১০ম জাকসু নির্বাচন এবং বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় গণতান্ত্রিক অনুশীলনের উদাহরণ হয়ে থাকবে।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত