ঢাকা, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

নির্বাচনে অনিয়মের অভিযোগ, তদন্ত ও দোষীদের বিচারের দাবি বাগছাসের 

২০২৫ সেপ্টেম্বর ১০ ১৭:৫২:১৬

নির্বাচনে অনিয়মের অভিযোগ, তদন্ত ও দোষীদের বিচারের দাবি বাগছাসের 

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণের দিন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) এবং এই ঘটনাগুলির তদন্ত ও দায়ীদের বিচার দাবি করেছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সংগঠনটির সদস্যসচিব জাহিদ আহসান সই করা এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্বাচনে একাধিক ব্যালট পেপার আগেই পূরণ অবস্থায় পাওয়া গেছে। রোকেয়া হলে নির্ধারিত সময়ের মধ্যে ভোটগ্রহণ বন্ধ ছিল, আর ভোট গণনার এলইডি স্ক্রিন একাধিকবার বন্ধ হয়ে যাওয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

সংগঠনটি জানিয়েছে, এ ধরনের অনিয়মের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তারা দায়ী। তারা জোর দাবি জানিয়েছেন, এসব ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করা হোক এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের মতামত প্রকাশ করেছে, সেই রায়কে তারা আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছে। গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে এবং বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সবসময় সচেষ্ট থাকবে।

সংগঠনটি ক্রিয়াশীল ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের স্থিতিশীল পরিবেশে ডাকসু নির্বাচন সম্পন্ন করার জন্য কৃতজ্ঞতা জানায়। তারা আশা প্রকাশ করেছে, ডাকসু নির্বাচনের ধারাবাহিকতা আগামী বছরগুলোতেও বজায় থাকবে।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত