ঢাকা, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচন: অভিনন্দন বনাম বর্জন

২০২৫ সেপ্টেম্বর ১০ ১৫:৫৪:২৫

ডাকসু নির্বাচন: অভিনন্দন বনাম বর্জন

নিজস্ব প্রতিবেদক :ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল প্রকাশের পর ভিপি (সহসভাপতি) পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে এসেছে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া।

বুধবার গভীর রাতে বাগছাস সমর্থিত ভিপি প্রার্থী আবদুল কাদের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে নির্বাচন শেষে উপাচার্য ও প্রক্টরকে অভিনন্দন জানান। তিনি জানান, নির্বাচন নিয়ে আলোচনা এখানেই শেষ করছেন এবং বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জানান। নির্বাচনের ফল মেনে নিয়ে ভবিষ্যতে যেকোনো সংকটকালে পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

অন্যদিকে, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তিনি ফলাফল ঘোষণার পর সামাজিক মাধ্যমে নিজের অবস্থান জানিয়ে বলেন, নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ রয়েছে এবং এই নির্বাচনকে তিনি প্রত্যাখ্যান করেন। প্রশাসনের নির্লজ্জ ভূমিকার সমালোচনা করে তিনি ডাকসুকে বর্জন করেন।

এদিকে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানও নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন। ফল ঘোষণার শুরুর দিকেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, এই নির্বাচন ছিল পূর্বপরিকল্পিত। তার দাবি, ফলাফল আগে থেকেই নির্ধারিত ছিল এবং এটি একটি প্রহসনমূলক আয়োজন হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

ডাকসু নির্বাচন নিয়ে প্রার্থীদের এ ধরনের ভিন্নমুখী প্রতিক্রিয়া বিশ্ববিদ্যালয় অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। কেউ ফলাফল মেনে নিয়ে ইতিবাচক বার্তা দিচ্ছেন, আবার কেউ নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তা বর্জন বা প্রত্যাখ্যান করছেন। এই প্রেক্ষাপটে ডাকসুর নির্বাচনী প্রক্রিয়া ও প্রশাসনের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত