ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
পাঁচ হলে ডাকসুর ফল ঘোষণা, ভিপি পদে এগিয়ে যিনি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পাঁচটি হলের ফলাফলের ঘোষণা শেষ হয়েছে। নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) অন্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।
ফলাফল ঘোষিত হলগুলো হচ্ছে: শহীদুল্লাহ হল, কার্জন হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল ও সুফিয়া কামাল হল। সার্বিকভাবে দেখা গেছে সাদিক কায়েম পেয়েছেন সর্বমোট ৭০৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৭৮৯ ভোট। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমার ঝুলিতে এসেছে ১৩১৬ ভোট।
ফজলুল হক মুসলিম হলে ডাকসুর ভিপি পদে সাদিক কায়েম ৮৪১ ভোট পেয়ে শীর্ষে থাকলেও আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৮১ ভোট, উমামা ফাতেমা ১৫৩ ভোট। জিএস পদে ফরহাদ হোসেন ৫৮৯ ভোটে এগিয়ে থাকছেন। অমর একুশে হলে সাদিক কায়েম ৬৪৪ ভোটে এগিয়ে, আবিদুল ইসলাম ১৪১ ভোটে দ্বিতীয় স্থানে। জিএস পদে ফরহাদ হোসেন ৪৬৬ ভোটে শীর্ষে।
শহীদুল্লাহ হলে ডাকসুর ভিপি পদে সাদিক কায়েম ৯৬৬ ভোটে শীর্ষে, আবিদুল ইসলাম ১৯৯ ভোটে দ্বিতীয়। সুফিয়া কামাল হলে ভিপি পদে সাদিক কায়েম ১২৭০ ভোট পেয়ে এগিয়ে আছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উমামা ফাতেমা ৫৪৭ ভোটে দ্বিতীয় স্থানে। জিএস পদে ফরহাদ হোসেন ৯৬৪ ভোটে শীর্ষে।
দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত এই মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন, এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
মোট ভোটার ছিলেন ৩৯,৭৭৫ জন শিক্ষার্থী, যার মধ্যে ছাত্র ভোটার ২০,৮৭৩ এবং ছাত্রী ভোটার ১৮,৯০২। নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোটগ্রহণ হয়েছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ