ঢাকা, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচনে তিন হলের ফল প্রকাশ, এগিয়ে যারা

২০২৫ সেপ্টেম্বর ১০ ০২:৪৯:৫২

ডাকসু নির্বাচনে তিন হলের ফল প্রকাশ, এগিয়ে যারা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত তিনটি হলের ফল প্রকাশ করা হয়েছে। ফজলুল হক মুসলিম হল, সুফিয়া কামাল হল ও অমর একুশে হল—এই তিন কেন্দ্রেই ভিপি পদে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম।

ফজলুল হক মুসলিম হলে ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ৮৪১ ভোট। দ্বিতীয় স্থানে থাকা ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৮১ ভোট। এ হলে জিএস পদে শিবিরের এস এম ফরহাদ ৪৮৯ ভোট পেয়ে এগিয়ে আছেন। এজিএস পদে শিবির সমর্থিত প্রার্থী মহিউদ্দিন খান পেয়েছেন ৭০৫ ভোট।

কবি সুফিয়া কামাল হলে ভিপি পদে সাদিক কায়েমের প্রাপ্ত ভোট ১,২৭০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উমামা ফাতেমা পেয়েছেন ৫৪৭ ভোট। স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৪৮৫ এবং ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ৪২৩ ভোট।

অমর একুশে হলে ভিপি পদেও সাদিক কায়েম সবার শীর্ষে আছেন ৬৪৪ ভোট নিয়ে। তার পরেই রয়েছেন ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান, যিনি পেয়েছেন ১৪১ ভোট। জিএস পদে এখানে শিবিরের এস এম ফরহাদ ৪৬৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এজিএস পদে মহিউদ্দিন খান পেয়েছেন ৫২১ ভোট, যা তার প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক বেশি।

এ তিন হলের ফলাফলে ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েমের সুস্পষ্ট অগ্রগামিতা লক্ষ্য করা যাচ্ছে। জিএস ও এজিএস পদেও একই ধারা দেখা গেছে, যেখানে শিবিরপন্থি প্রার্থীরাই এগিয়ে রয়েছেন।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত