ঢাকা, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচনের ফলাফল ঘিরে সিনেট হলে উপচেপড়া ভিড়

২০২৫ সেপ্টেম্বর ১০ ০০:৫৩:৪২

ডাকসু নির্বাচনের ফলাফল ঘিরে সিনেট হলে উপচেপড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার টানটান উত্তেজনায় মুখরিত। বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে শত শত শিক্ষার্থী, প্রার্থী ও সমর্থকরা ভিড় জমিয়েছেন। রাত সোয়া ১১টার দিকে সাংবাদিকদের ফলাফল ঘোষণার জন্য সিনেট হলে ডাকা হলেও তাদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীরাও ভেতরে ঢুকে পড়েন। পরিস্থিতি এমন যে, হলরুমের ভেতরে দাঁড়ানোরও জায়গা নেই, চারপাশ কানায় কানায় পূর্ণ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত ফল ঘোষণা না হলেও প্রত্যাশিত ফলাফল ঘোষণার সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে হলের ভেতর ও বাইরে জড়ো হওয়া শিক্ষার্থীদের মাঝে উৎকণ্ঠা ও আগ্রহ আরও বেড়ে গেছে।

এবার ডাকসুতে মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন ভোটার ছিলেন। এবারের নির্বাচনে ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদের মধ্যে ৬২ জন ছাত্রী বিভিন্ন পদে লড়ছেন। এছাড়া ১৮টি হল সংসদে ১৩টি করে মোট ২৩৪টি পদের জন্য এক হাজার ৩৫ জন প্রার্থী ভোটে লড়ছেন।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত