ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

শেষ হলো ডাকসুর ভোটগ্রহণ, ফল ১২টার মধ্যে

২০২৫ সেপ্টেম্বর ০৯ ১৬:২৫:৩৯

শেষ হলো ডাকসুর ভোটগ্রহণ, ফল ১২টার মধ্যে

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বড় ধরনের কোনো অনিয়মের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন নির্বাচন কমিশন।

মঙ্গলবার বিকেল চারটায় একাধিক ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটগ্রহণ শেষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোট গণনার প্রস্তুতি চলছে।

রাত ১২টার মধ্যে ফলাফল ঘোষণা হয়ে যাবে বলে কালবেলাকে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রাব্বানী। তিনি বলেন, ৮০ শতাংশ বা তার বেশি ভোট কাস্ট হয়েছে বলে আমরা ধারণা করছি। রাত ১১টা বা ১২টার মধ্যে ফলাফল প্রকাশ হয়ে যাবে।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত