ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

ছাত্রদল-সমর্থিত প্যানেল ইতিবাচক সাড়া পাচ্ছে: নাসিরুদ্দিন নাসির

২০২৫ সেপ্টেম্বর ০৯ ১২:১৯:১৯

ছাত্রদল-সমর্থিত প্যানেল ইতিবাচক সাড়া পাচ্ছে: নাসিরুদ্দিন নাসির

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ চলাকালীন সময়ে শিক্ষার্থীদের ইতিবাচক অংশগ্রহণ দেখে জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সেক্রেটারি নাসিরুদ্দিন নাসির।

মঙ্গলবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসিরুদ্দিন নাসির বলেন, ভোটের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মতামত প্রকাশ করছেন এবং ছাত্রদল-সমর্থিত প্যানেল ইতিবাচক সাড়া পাচ্ছে। এজন্য আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।

তিনি আরও বলেন, আমাদের প্যানেলের ভিপি ও এজিএস প্রার্থীরা অতীতে গণঅভ্যুত্থানে সক্রিয় ছিলেন এবং গত ১৭ বছরের রাজনীতিতেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অবস্থান রেখেছেন। শিক্ষার্থীদের অধিকার রক্ষায় তারা সবসময় সোচ্চার থেকেছেন। তাই আমরা মনে করি, ছাত্রদল-সমর্থিত এই প্যানেল শিক্ষার্থীদের জন্য সবচেয়ে যোগ্য নেতৃত্ব।

নাসির উদাত্ত আহ্বান জানান, অনাবাসিক শিক্ষার্থীরাও কেন্দ্রে এসে ভোট দিতে পারেন। বিশেষ করে যারা দূর-দূরান্ত থেকে পড়াশোনা করছেন, তাদের অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের সেরা নেতৃত্ব নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নির্বাচনী পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সামগ্রিকভাবে ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তবে কিছু কেন্দ্রের ভিপি, জিএস ও এজিএস প্রার্থীরা প্রবেশে বাধার মুখে পড়েছেন। তিনি এটিকে এক ধরনের বৈষম্যমূলক আচরণ হিসেবে উল্লেখ করেন।

উল্লেখ্য, দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ চলছে। এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে ৬২ জন নারী। সহ-সভাপতি পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত