ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

সুষ্ঠু ভোট হলে ফল মেনে নেব: ছাত্রদল সভাপতি

২০২৫ সেপ্টেম্বর ০৯ ১২:০৯:৩১

সুষ্ঠু ভোট হলে ফল মেনে নেব: ছাত্রদল সভাপতি

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সুষ্ঠু ভোট হলে তার ফল মেনে নেওয়ার কথা জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “যদি সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে আমরা যে রায় আসবে, সেটি মেনে নেব।”

তবে একইসঙ্গে তিনি অভিযোগ করেন, নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক পোলিং এজেন্ট প্রবেশ করতে দেওয়া হয়নি। রাকিব বলেন, “সব কেন্দ্রেই আমাদের পোলিং এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি। যারা ভেতরে রয়েছেন, তারা জানিয়েছেন— পোলিং এজেন্ট কম থাকায় কেউ যদি দুটি ব্যালট পেপার পায়, সেটা চেক করার সুযোগ থাকবে না। মনিটরিংয়ের ঘাটতির কারণে এমন অনিয়মের আশঙ্কা রয়েছে। গতকাল থেকেই আমরা এ বিষয়ে পর্যবেক্ষণ করে আসছি।”

তিনি জানান, “প্রতিটি কেন্দ্রে আটজন করে পোলিং এজেন্ট দেওয়ার কথা থাকলেও, বাস্তবে একজন করে এজেন্টকে ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে। অথচ একেকটি কেন্দ্রে ২০-৩০টি বুথ রয়েছে, একজনের পক্ষে সবকিছু পর্যবেক্ষণ করা অসম্ভব।”

এ ছাড়া নিরাপত্তা পাস পেতেও অনেক দেরি হয়েছে বলে অভিযোগ করেন রাকিবুল ইসলাম রাকিব।

এদিন সকাল ৮টা থেকে শুরু হওয়া ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে। শুরু থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে, বিশেষ করে ছাত্রীদের কেন্দ্রে সকাল থেকেই লম্বা লাইন দেখা যায়। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এই নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৯১৫ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন।

ভোটাররা কেন্দ্রীয় সংসদের ২৮টি পদ এবং প্রতিটি হল সংসদের ১৩টি পদে ভোট দেবেন। কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। পাশাপাশি ১৮টি হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১,০৩৫ জন। ফলে একজন ভোটারকে ৪১টি ভোট দিতে হবে, যার জন্য সময় পাবেন ১০ মিনিট।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ