ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২
ডাকসু নির্বাচন
প্রথমবার ভোট দিতে আসা শিক্ষার্থীদের উচ্ছ্বাস, লাইনে দীর্ঘ সময়েও নেই বিরক্তি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। সকাল থেকেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং শিক্ষার্থীরা নানা কেন্দ্রে ভোট দিতে সারি বাঁধতে দেখা গেছে।
ভোট দিতে আসা শিক্ষার্থীরা জানিয়েছেন, প্রতিটি ভোটে তাদের সাধারণত পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগছে। অনেক শিক্ষার্থী যারা আগে কখনও ভোট দেননি, তারা প্রথমবারের মতো অংশগ্রহণে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। দীর্ঘ সময় লাইনে থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের মধ্যে বিরক্তি দেখা যায়নি।
একজন শিক্ষার্থী জানান, সোমবার সারারাত ঘুমোতে পারেননি। ভোরে কেন্দ্রে এসে লাইনের প্রথম সারিতে দাঁড়িয়েছেন এবং জীবনের প্রথম ভোট দিতে পেরে আনন্দিত। শিক্ষার্থীরা মনে করছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর এই নির্বাচনের মাধ্যমে তাদের মৌলিক অধিকার এবং ন্যায্য দাবির পূরণ সম্ভব হবে। এছাড়া বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য সংক্রান্ত বিতর্কও এই নির্বাচনের মধ্য দিয়ে সমাধান হবে।
এদিকে নির্বাচন উপলক্ষে সোমবার রাত ৮টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ বন্ধ রাখা হয়েছে। প্রবেশপথগুলো শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর ও নীলক্ষেত এলাকায় অবস্থিত। তবে বৈধ বিশ্ববিদ্যালয় আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা প্রবেশ করতে পারবেন। এছাড়া নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত কার্ডধারী সাংবাদিকরাও প্রবেশের সুযোগ পাবেন।
নির্বাচন কমিশনের তথ্যমতে, এবার ডাকসু নির্বাচনে মোট বৈধ ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৯১৫ এবং ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন। প্রতিটি ভোটারকে একসঙ্গে ৪১টি ভোট দিতে হবে—কেন্দ্রীয় সংসদের ২৮ পদে এবং হল সংসদের ১৩ পদে। ভোট দেওয়ার জন্য একজন ভোটার সময় পাবেন সর্বোচ্চ ১০ মিনিট।
হলভিত্তিক ভোটার সংখ্যা
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ছড়িয়ে রয়েছে এ বিপুল ভোটার। এর মধ্যে সলিমুল্লাহ মুসলিম হলে ৬৬৫ জন, কবি জসীম উদ্দীন হলে ১ হাজার ২৯৮ জন, অমর একুশে হলে ১ হাজার ৩০০ জন, স্যার এ এফ রহমান হলে ১ হাজার ৩৮০ জন, হাজী মুহম্মদ মুহসীন হলে ১ হাজার ৪০৭ জন, সূর্যসেন হলে ১ হাজার ৪৯৫ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ১ হাজার ৬০৯ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১ হাজার ৭৫৩ জন, ফজলুল হক মুসলিম হলে ১ হাজার ৭৭২ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ১ হাজার ৯৬৩ জন, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ২ হাজার ৫ জন, বিজয় একাত্তর হলে ২ হাজার ৪৩ জন এবং জগন্নাথ হলে ২ হাজার ২২৫ জন ভোট দেবেন।
ছাত্রীদের মধ্যে সবচেয়ে বড় ভোটারকেন্দ্র রোকেয়া হল, যেখানে মোট ভোটার সংখ্যা ৫ হাজার ৬৬৫ জন। এছাড়া বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ২ হাজার ১১০ জন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ২ হাজার ৬৪৫ জন, শামসুন নাহার হলে ৪ হাজার ৯৬ জন এবং কবি সুফিয়া কামাল হলে ৪ হাজার ৪৪৩ জন ভোটার রয়েছেন।
কেন্দ্রভিত্তিক অ্যাটাচমেন্ট
ডাকসুর ইতিহাসে এবারই প্রথমবার আবাসিক হল থেকে ভোটকেন্দ্র সরিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে নেওয়া হয়েছে। মোট ৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। নির্বাচন কমিশন ইতিমধ্যেই কোন হলে কারা কোথায় ভোট দেবেন, সেই তালিকা প্রকাশ করেছে।
১. কার্জন হল কেন্দ্র: শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা (মোট ভোটার ৫,০৭৭)।
২. শারীরিক শিক্ষা কেন্দ্র: জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা (৪,৮৫৩ ভোটার)।
৩. টিএসসি কেন্দ্র: রোকেয়া হলের শিক্ষার্থীরা (৫,৬৬৫ ভোটার)।
৪. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র: বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরা (৪,৭৫৫ ভোটার)।
৫. সিনেট ভবন কেন্দ্র: স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল ও বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা (৪,৮৩০ ভোটার)।
৬. উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র: সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থীরা (৬,১৫৫ ভোটার)।
৭. ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র: কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা (৪,৪৪৩ ভোটার)।
৮. ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র: শামসুন নাহার হলের শিক্ষার্থীরা (৪,০৯৬ ভোটার)।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প