ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

সকল কেন্দ্রে পর্যাপ্ত এজেন্ট না থাকার অভিযোগ ছাত্রদল সভাপতির

২০২৫ সেপ্টেম্বর ০৯ ১১:১১:৫৩

সকল কেন্দ্রে পর্যাপ্ত এজেন্ট না থাকার অভিযোগ ছাত্রদল সভাপতির

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পোলিং এজেন্ট পর্যাপ্তভাবে প্রবেশ করতে না পারায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল কার্জন হল কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই অভিযোগ জানান।

রাকিব বলেন, “সব ভোটকেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পোলিং এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি। কেন্দ্রের ভেতরে যারা রয়েছেন, তারা জানিয়েছেন— পোলিং এজেন্ট কম থাকায় কেউ যদি দুটি ব্যালট পেপার পায়, সেটি যাচাই করা সম্ভব হবে না। অর্থাৎ মনিটরিং কম থাকায় দুটো ব্যালট পেপার পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি বড় ধরনের উদ্বেগের বিষয়।”

তিনি আরও বলেন, “প্রতি কেন্দ্রে আটজন করে পোলিং এজেন্ট দেওয়ার কথা ছিল। আমরা সেই অনুযায়ী নাম জমা দিয়েছিলাম। কিন্তু শুধু একজন করে দেওয়া হয়েছে। ২০-৩০টি বুথের জন্য একজন এজেন্ট যথেষ্ট নয়।”

রাকিব আশ্বস্ত করেন, “আমরা নিরাপত্তা পাসও অনেক রাতে পেয়েছি। তবে সুষ্ঠু ভোটের মাধ্যমে যে ফলাফল হবে, আমরা তা মেনে নেব।”

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার ডাকসুর মোট ভোটার ৩৯,৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ১৮,৯৫৯ জন এবং ছাত্র ২০,৯১৫ জন।

ডাকসুর ২৮টি কেন্দ্রীয় পদে ৪৭১ জন প্রার্থী থাকছেন। এছাড়া ১৮টি হল সংসদে নির্বাচন হবে ১৩টি করে পদে। হল সংসদের ২৩৪টি পদে প্রার্থী হয়েছেন ১,০৩৫ জন। অর্থাৎ এবারের নির্বাচনে ভোটারদের ৪১টি ভোট দিতে হবে এবং ভোট দেওয়ার জন্য সময় পাবেন ১০ মিনিট।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত