ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচন: উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু

২০২৫ সেপ্টেম্বর ০৯ ০৮:৩৩:২৮

ডাকসু নির্বাচন: উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক: বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে শিক্ষার্থীরা ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।

সকাল থেকেই ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া অবস্থান নিশ্চিত করেছে নিরাপত্তা। শিক্ষক, কর্মচারী, বিএনসিসি ও প্রক্টরিয়াল টিমও দায়িত্ব পালন করছেন ভোটগ্রহণ সুষ্ঠুভাবে শেষ করতে।

এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। প্রায় ৪০ হাজার শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।

শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন পর ডাকসু নির্বাচন হওয়ায় তাদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস কাজ করছে। তাদের প্রত্যাশা, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে সততা ও যোগ্যতা সম্পন্ন প্রতিনিধিকে নির্বাচিত করতে পারবেন তারা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোটগ্রহণ চলছে এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট ৮টি কেন্দ্রে ৮১০ বুথে ভোটগ্রহণ চলছে। এখানে ৩৯ হাজার ৮৭৫ জন শিক্ষার্থী ভোট দেবেন। এর মধ্যে কার্জন হলে ৫ হাজার ৭৭টি, শারীরিক শিক্ষা কেন্দ্রে ৪ হাজার ৮৫৩টি, টিএসসিতে ৫ হাজার ৬৬৫টি, বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে ৪ হাজার ৭৫৫টি, সিনেট ভবনে ৪ হাজার ৮৩০টি, উদয়ন স্কুল অ্যান্ড কলেজে ৬ হাজার ১৫৫টি, ভূতত্ত্ব বিভাগে ৪ হাজার ৪৪৩টি এবং ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৪ হাজার ৯৬টি ভোট রয়েছে।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত