ঢাকা, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের জন্য উপাচার্যের বিশেষ আহ্বান

২০২৫ সেপ্টেম্বর ০৮ ১৮:২৩:৪৫

ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের জন্য উপাচার্যের বিশেষ আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিক্ষার্থীদের নিরাপদ ও নির্ভয়ে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।

উপাচার্য বলেন, ডাকসু নির্বাচন তোমাদের প্রত্যাশার সঙ্গে মিলে যায় এবং গণতান্ত্রিক মৌলিক মূল্যবোধের প্রতিফলন। এটি গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ। গুরুত্বপূর্ণ এই মূল্যবোধগুলো তুলে ধরার জন্য নির্বাচন আয়োজন করা হয়েছে। নির্ভয়ে ভোট দিন, আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি।

তিনি আরও উল্লেখ করেন, সারাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে আছে। ভালো নির্বাচন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য ভোটকেন্দ্রে যথাযথ ব্যবস্থা রাখা হয়েছে, যাতে তারা নিরাপদে ভোট দিতে পারেন।

ড. নিয়াজ জানান, প্রায় ১১ মাসের প্রস্তুতির পর ভোটগ্রহণের দিনটি এসেছে। আগামীকাল সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে এবং বিকেল ৪টায় শেষ হবে। এবারের নির্বাচন ঐতিহাসিক কারণ অনেক কিছু নতুন আকারে প্রথমবারের মতো বাস্তবায়িত হচ্ছে। মোট ৮১০টি বুথে প্রায় ৪০ হাজার ভোটার ভোট দেবেন।

উপাচার্য বলেন, সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা, তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশিক্ষিত পোলিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তারা সমাজে গ্রহণযোগ্য, নিরপেক্ষ মানুষ। ভোট গণনা এলইডি স্ক্রিনে উন্মুক্ত করা হবে এবং সাংবাদিকরা মনিটরিং করবেন।

তিনি সবাইকে মনে করিয়ে দেন, নির্বাচনে কিছু প্রার্থী জিতবেন, কিছু হবেন বিজিত। তবে বিজয়ী এবং বিজিত দু’জনেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে সক্রিয় ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে সহায়তা করবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত