ঢাকা, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

শামীমসহ প্রার্থীদের ফেসবুক আইডি ডিজেবল ও হ্যাকের শিকার

২০২৫ সেপ্টেম্বর ০৮ ১৭:১৪:৪৮

শামীমসহ প্রার্থীদের ফেসবুক আইডি ডিজেবল ও হ্যাকের শিকার

নিজস্ব প্রতিবেদক :ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন জানিয়েছেন, তার ফেসবুক আইডি হ্যাকের চেষ্টা চলছে। সোমবার বিকেলে শামীমের ফেসবুকে প্রকাশিত পোস্টে তিনি জানান, আইডি হ্যাকের চেষ্টা চলছে।

এর আগে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদের ফেসবুক আইডি ডিজেবল করা হয়। আবিদ সোমবার সকালে ঘুম থেকে উঠে দেখেন, তার আইডি ডিজেবল হয়ে গেছে। পরে তিনি আইডি ফেরত পেলেও আবার তা ডিজেবল করা হয়। বিকেলের দিকে আইডি পুনরায় সক্রিয় হয়।

এ ছাড়া ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম এবং এজিএস প্রার্থী মায়েদের ফেসবুক আইডিও ডিজেবল হয়ে গেছে। একই সময়ে ইসলামী ছাত্রশিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েমের ফেসবুক আইডিও গায়েব হয়ে গেছে বলে জানা যায়।

এই পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ডাকসুর জিএস প্রার্থী এস এম ফরহাদ। তিনি উল্লেখ করেছেন, প্রার্থীদের আইডিতে ক্রমাগত সাইবার আক্রমণ করা হচ্ছে। কয়েকজন প্রার্থীর আইডি ইতিমধ্যেই সাসপেন্ডেড হয়ে গেছে, আর কিছু আইডি বারবার লগআউট হয়ে যাচ্ছে।

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত