ঢাকা, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২
ডাকসু নির্বাচন ঘিরে নিরাপত্তাহীনতায় উদ্বেগ মুসাদ্দিকের

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আংশিক প্যানেলের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক প্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তাহীনতার আশঙ্কা প্রকাশ করেছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নির্বাচনের আগের দিন থেকেই নিরাপত্তা বেষ্টনী নিশ্চিত হওয়ার কথা ছিল। কিন্তু আমরা যথোপযুক্ত নিরাপত্তা দেখতে পাচ্ছি না।”
তিনি অভিযোগ করে বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার ও বার্তায় ক্যাম্পাসে অবস্থান নেওয়ার ঘোষণা দেওয়া হচ্ছে, যা নির্বাচন বানচালের ইঙ্গিত বহন করে। অথচ নির্বাচন কমিশন এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি।আচরণবিধি লঙ্ঘনের প্রসঙ্গে মুসাদ্দিক বলেন, “বারবার আচরণবিধি ভাঙা হলেও নির্বাচন কমিশন ব্যবস্থা নেয়নি। ক্যাম্পাসের বাইরে গিয়ে টাকা খরচ করে খাবার সরবরাহ করা হচ্ছে, প্রশাসন সেদিকে কঠোর পদক্ষেপ নেয়নি।”
তিনি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার আক্রমণ, প্রোপাগান্ডা ও বুলিং চলছে। অনেক শিক্ষার্থীর আইডি হ্যাক বা নিষ্ক্রিয় করা হচ্ছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।মুসাদ্দিক অভিযোগ করেন, শিক্ষার্থীদের মোবাইল নম্বরে ফোন করে একটি নির্দিষ্ট দলের পক্ষে ভোট চাইছে কিছু গোষ্ঠী। বিশেষ করে নারী শিক্ষার্থীরা এ ধরনের হয়রানির কারণে আতঙ্কে রয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- চার জেডের শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ আস্থা
- শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মাথাব্যথার ১১ শেয়ার