ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

৪৭তম বিসিএস: পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা পিএসসির

২০২৫ সেপ্টেম্বর ০৭ ২০:২৫:৩০

৪৭তম বিসিএস: পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা পিএসসির

আগামী ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৯টার মধ্যে সব পরীক্ষার্থীকে অবশ্যই হলে প্রবেশ করতে হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছেন নির্ধারিত সময়ের পর কোনো পরীক্ষার্থীকে হলে ঢুকতে দেওয়া হবে না।

রোববার (৭ সেপ্টেম্বর) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৯টা ৩০ মিনিটের পর পরীক্ষার হলে প্রবেশের সব ফটক বন্ধ হয়ে যাবে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবার হাজিরা তালিকায় ভিন্নধর্মী ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড় আকারে বিন্যস্ত করা হয়েছে, একই সঙ্গে প্রতিটি রেজিস্ট্রেশন নম্বর কক্ষভিত্তিকভাবে দৈবচয়ন (র‌্যান্ডম) প্রক্রিয়ায় সাজানো হয়েছে।

পিএসসি জানিয়েছে, এই প্রক্রিয়ার কারণে পরীক্ষার্থীদের আসন ও কক্ষ খুঁজে পেতে কিছুটা সময় বেশি লাগতে পারে। তাই যথেষ্ট সময় হাতে নিয়ে আগেভাগেই কেন্দ্রের উদ্দেশে রওনা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সংস্থাটি আরও বলেছে, ৪৭তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট সুষ্ঠুভাবে সম্পন্ন ও পরীক্ষা হলে শৃঙ্খলা বজায় রাখতে প্রবেশপত্রে উল্লেখিত নির্দেশনা অবশ্যই মেনে চলতে হবে।

উল্লেখ্য, ২০২৪ সালে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ৪৭তম বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে। নিয়োগের এই সুযোগের জন্য প্রায় পৌনে চার লাখ চাকরিপ্রার্থী আবেদন করেছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত