ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২
আচরণবিধি লঙ্ঘন করে বামপন্থী “অপরাজেয় ৭১, অদম্য ২৪” প্যানেলের মিছিল

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে বামপন্থী ৩টি সংগঠন সমর্থিত “অপরাজেয় ৭১, অদম্য ২৪” প্যানেলের বিরুদ্ধে। নির্বাচন কমিশনের অনুমতি না নিয়ে আচরণবিধির তোয়াক্কা না করে এই মিছিল করেন তারা।
আজ রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে প্যানেলের প্রার্থীরা মিছিল দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। মিছিলে প্যানেলের ভিপি প্রার্থী মো. নাইম হাসান হৃদয়, জিএস এনামুল হাসান অনয়, এজিএস অদিতি ইসলামসহ প্যানেলের অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় তারা- ‘তরুণ সমাজের প্রথম ভোট, ৭১/২৪ এর পক্ষে হোক’; ডাকসু প্রথম ভোট, মুক্তিযুদ্ধ/অভ্যুত্থানের পক্ষে হোক ‘সবার সেরা পরিষদ, অপরাজেয় ৭১’- ইত্যাদি স্লোগান দেন।
সরজমিনে দেখা যায়, প্যানেলের প্রার্থীরা রঙিন ব্যানার ও ফেস্টুন নিয়ে মিছিলে অংশ নিয়েছেন। এসময় তারা আচরণবিধি ভঙ্গ করে মাইকে স্লোগান দেন। তবে নির্বাচন কমিশন ও প্রক্টর অফিস জানিয়েছে এ বিষয়ে কোনো অনুমতি নেওয়া হয়নি।
ডাকসু আচরণবিধি ধারা ৬ এর (ক) অনুচ্ছেদ মতে, কোনো প্রার্থী বা তাঁর পক্ষে কোনো সভা/সমাবেশ/শোভাযাত্রা করতে চাইলে দিন, সময় ও স্থান উল্লেখপূর্বক চীফ রিটার্নিং অফিসার/সংশ্লিষ্ট হলের অফিসারের নিকট হতে লিখিত অনুমতি নিতে হবে।
(খ) অনুচ্ছেদ অনুযায়ী- সভা/সমাবেশ/শোভাযাত্রা করার অনুমতি অন্তত ২৪ ঘণ্টা পূর্বে গ্রহণ করতে হবে।
আচরণ বিধি অনুযায়ী সভা সমাবেশে মাইক ব্যবহারের অনুমতি রয়েছে কিন্তু শোভাযাত্রা/মিছিলের অনুমতি নেই। আচরণবিধি ৬ ধারার (জ) অনুচ্ছেদে বলা হয়- শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় সভা, সমাবেশে ও অডিটোরিয়ামে মাইক ব্যবহার করা যাবে। তবে কোনোক্রমেই রাত ১০টার পরে মাইক ব্যবহার করা যাবে না।
অভিযোগের বিষয়ে প্যানেলের ভিপি প্রার্থী মো. নাইম হাসান হৃদয় বলেন, এটা প্রজেকশন মিটিংয়ের অংশ হিসেবে মিছিল করা হয়েছে। আমরা মধুর ক্যান্টিন থেকে প্রজেকশন মিটিং শুরু করে এফবিএস, কলা ভবন ঘুরে কার্জনে শেষ করি। মাইক ব্যবহার এটা স্বাভাবিক বিষয়। এর আগে অন্যান্য প্যানেল এভাবে মাইক ব্যবহার করে মিছিল করেছে। আমরা মনে করি এখানে কোনো আচরণবিধি লঙ্ঘন করা হয়নি।
এ বিষয়ে সহকারী প্রক্টর রফিকুল ইসলাম বলেন, তারা যা করেছে সম্পূর্ণ আচরণবিধি লঙ্ঘন। তারা রঙিন ব্যানার ব্যবহার করেছে, মাইকে স্লোগান দিয়েছে। তারা মিছিল করার আগে আমাদের অনুমতিও নেয়নি।
চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন বলেন, এ বিষয়ে প্যানেল থেকে অনুমতি নেওয়া হয়নি। আমরা লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করব।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার
- শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মাথাব্যথার ১১ শেয়ার
- চার জেডের শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ আস্থা
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা